মূল থেকে হবে উৎখাত, বিশ্বে প্রথম টাইফয়েড ভ্যাকসিন বানিয়ে তাক লাগাল ভারত
শ্বেতা মিত্র, কলকাতা: এক যুগান্তকারী কাজ করে ফের একবার শোরগোল ফেলে দিল ভারত। এবার টাইফয়েডকে সম্পূর্ণরূপে নির্মূল করতে বিশ্বের প্রথম সম্মিলিত ভ্যাকসিন (Typhoid vaccine) তৈরি করে ফেলেছে ভারত। পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন রিসার্চের বিজ্ঞানীদের দাবি, এই টিকা সালমেনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি এ সংক্রমণ থেকে রক্ষা করবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR ভারতীয় বিজ্ঞানীদের এই কৃতিত্বের কথা ঘোষণা করেছে।
বেসরকারি সংস্থাগুলির জন্য জারি করা আবেদনে আইসিএমআর ভ্যাকসিন উৎপাদন শুরু এবং আরও পরীক্ষার কথা জানিয়েছে। আইসিএমআর-এর মতে, বর্তমানে টাইফয়েড প্রতিরোধের জন্য বাজারে কিছু ভ্যাকসিন রয়েছে। এর মধ্যে রয়েছে ভিআই পলিস্যাকারাইড ভ্যাকসিন এবং টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি), যা প্রাথমিকভাবে সালমোনেলা টাইফিকে লক্ষ্য করে।
তবে সালমোনেলা প্যারাটাইফি এ সংক্রমণের বিরুদ্ধে সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করে না। এখনো পর্যন্ত, কোনও লাইসেন্সযুক্ত সম্মিলিত ভ্যাকসিন ভারতে ছিল না যা একই সঙ্গে উভয় রোগজীবাণু থেকে মানুষকে রক্ষা করতে পারে। এক রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রতি বছর এক কোটিরও বেশি টাইফয়েডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।তবে আর চিন্তা নেই, এবার যে ভ্যাকসিন এসেছে তা সকলকে রক্ষা করবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
ভারত বিশ্বব্যাপী সর্বাধিক টাইফয়েড রোগীদের শীর্ষে রয়েছে। ভারতে, সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটিফি এ উভয়ই প্রতি বছর প্রচুর সংখ্যায় আসছেন। আইসিএমআর আরও জানিয়েছে যে এই ভ্যাকসিনের উপর পরীক্ষা করা আগামী দিনগুলিতে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হবে।
সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটিফি-এ উভয়ের কারণে অন্ত্রের জ্বর ভারতে উদ্বেগের বিষয়। ভারতে ১ মিলিয়ন জনসংখ্যার তুলনায় প্রতি বছর গড়ে ৩৯৯. ২ টি মামলা গ্রহণ করা হচ্ছে, যা টিবি সংক্রমণের চেয়ে অনেক বেশি। আইসিএমআর দাবি করেছে যে এই ভ্যাকসিনের ব্যাপক ব্যবহার ভারত সহ সারা বিশ্ব জুড়ে অন্ত্রের জ্বরের প্রবণতা হ্রাস করতে পারে। এছাড়াও, সংক্রমণ রোধ করা অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরতা হ্রাস করবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের দিন সোনার বাজারে বড়সড় ধাক্কা। হু হু করে বাড়লো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনামি ফুটবলারদের সঙ্গে নিয়েই কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে সুপার কাপের (Super Cup 2025)…
ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে ফের একবার ইন্টারনেটে ঝড় তুলেছেন। সম্প্রতি তার একটি ভিডিও…
সহেলি মিত্র, কলকাতা: উৎসবের আবহে লটারি লাগল লক্ষ লক্ষ সরকারি কর্মীর। আবারো এক দফায় ডিএ…
ভোজপুরি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনালিসা আবারও ইন্টারনেটের তাপমাত্রা বাড়িয়ে দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার…
Nothing-এর সাব-ব্র্যান্ড CMF ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন CMF Phone 2 Pro লঞ্চ করল। এর দাম…
This website uses cookies.