মেডিক্যালে ভর্তির দুর্নীতি কাণ্ডে ফের তদন্তে নামল ED! সূত্র এবার আরজি কর

প্রীতি পোদ্দার, কলকাতা: NRI কোটায় ডাক্তারিতে ভর্তি নিয়ে ব্যাপক দুর্নীতি ছড়িয়েছে রাজ্য জুড়ে। গত বছরের শেষের দিকে রাজ্যের অন্তত পাঁচটি বেসরকারি মেডিক্যাল কলেজে যাদবপুর, বজবজ ও হলদিয়ার একটি করে এবং দুর্গাপুরের দু’টি মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে দুর্নীতি দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে যে এই কলেজগুলো জাল নথি জমা নিয়ে অনাবাসী ভারতীয় বা NRI কোটায় কোটি কোটি টাকার বিনিময়ে ডাক্তারিতে আসন বিক্রি করেছে। যার দরুন সেই সময় সল্টলেক, যাদবপুর, বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া ও বোলপুর–সহ মোট ১৯টি জায়গায় রাজ্যজুড়ে বেআইনি ভাবে মেডিক্যালে ভর্তি দুর্নীতির তদন্তে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মোটা টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট

সেই সময় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছিল যে, অনাবাসী ভারতীয় কোটায় ডাক্তারিতে ভর্তির জন্য প্রয়োজন NRI স্পনসরশিপ। সঙ্গে দরকার এম্ব্যাসি সার্টিফিকেট। আর এখানেই হয়েছে জালিয়াতি। জাল সার্টিফিকেট দিয়ে স্পনসরশিপ দেখিয়ে এনআরআই কোটায় ভর্তির অভিযোগ উঠেছে কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে। আর এই আবহে ফের রাজ্য জুড়ে অ্যাকশনে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।

READ MORE:  Weather Today: রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে ২ জেলা, সঙ্গী বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া! আজকের আবহাওয়া | West Bengal Weather Today Rain In 2 Districts

সকাল সকাল ফের কলকাতার বুকে ED-র হানা

সূত্রের খবর আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্ত করতে নেমে ED র নজরে উঠে আসে যে সকল পড়ুয়াদের ডাক্তারিতে ভর্তির সময় যে NRI সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা আসলে জাল নথি। আর সেই জাল সার্টিফিকেটের মাধ্যমে NRI কোটায় ভর্তিও হয়েছেন অনেকে। এদিকে তাঁরাই নাকি NRI নন। অজস্র গরমিল দেখে শেষে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার ময়দানে নামল ED। জানা গিয়েছে কলকাতা, কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা-সহ মোট ৬টি এলাকায় ইতিমধ্যেই হানা দিয়েছে ED।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আসলে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতির হদিশ মিলতেই তদন্তে নেমেছিল কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থা ED ও CBI। সন্দীপ ঘোষ সহ দুই ভেন্ডার সুমন হাজরা এবং বিপ্লব সিংকে তদন্তের দরুন গ্রেপ্তার করেছে CBI। আর সেই তদন্তে নেমেই ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রেও দুর্নীতির হদিশ পেল তদন্তকারীরা। এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জোর কদমে চলছে তল্লাশি। ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু যাদের বাড়িতে তল্লাশি চলছে তারা কীভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তা এখনও স্পষ্ট জানা যায়নি।

READ MORE:  ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি! কতদিন চলবে দুর্যোগ? রইল আবহাওয়ার বিরাট আপডেট
Scroll to Top