মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক! দেখে নিন একনজরে RBI-র ছুটির তালিকা
সৌভিক মুখার্জী, কলকাতা: কাটাফাটা গরমে রীতিমতো হাসফাঁস করছে গোটা দেশ। আর এই গরমের মধ্যেই হাজির ইংরেজি ক্যালেন্ডারের পঞ্চম মাস মে। তবে যারা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত বা এই মাসে কোন আর্থিক লেনদেনের চিন্তাভাবনা করছেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই মে মাসে ছুটির তালিকা প্রকাশ করেছে।
সেই সূত্র ধরে এই মাসে ব্যাঙ্কের ছুটি (Bank Holidays) থাকছে মোট 12 দিন। তবে তার মধ্যে আবার সাপ্তাহিক ছুটি, এবং কিছু কিছু আঞ্চলিক উৎসব বা দিবস উপলক্ষে কিছু কিছু রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকছে। চলুন দেখে নেওয়া যাক, একনজরে মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা।
যেহেতু ছুটির ধরন বিভিন্ন রাজ্য অনুযায়ী ভিন্ন, তাই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্যও গুরুত্বপূর্ণ কিছু ছুটি থাকছে। যেমন 1 মে, শ্রমিক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 9 মে, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 12 মে, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 26 মে, কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে বাংলার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকছে। অর্থাৎ, মে মাসে পশ্চিমবঙ্গে 9 থেকে 10 দিন ব্যাঙ্কের কার্যক্রম বন্ধ থাকবে।
তাই আপনি যদি ব্যাঙ্কে গিয়ে কোন জরুরী কাজ সারবেন বলে ভেবে থাকেন, তাহলে আগেভাগেই দেখে নিন মে মাসের ছুটির তালিকা। নাহলে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হতে পারে। যদিও এখন প্রযুক্তির দৌলতে বাড়িতে বসেই সমস্ত কাজ সেরে ফেলা সম্ভব। তাও ছুটির তালিকায় নজর রাখা দরকার।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.