মে মাস থেকে এই ফোনগুলিতে আর WhatsApp চলবে না, এখন থেকেই সতর্ক হোন

বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম WhatsApp এবার বন্ধ হতে চলেছে কিছু পুরনো মডেলের ফোনে। সম্প্রতি WhatsApp কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, তারা আগামী ৫ই মে, ২০২৫ তারিখ থেকে iOS-এর পুরনো ভার্সনের জন্য WhatsApp বন্ধ করে দেবে। এর ফলে বেশ কিছু iphone মডেলে আর কাজ করবে না এই অ্যাপ। 

এই সিদ্ধান্তের মূল কারণ হল উন্নত প্রযুক্তি এবং নতুন ফিচার যুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ তাদের সিস্টেমকে আরো আপডেট করেছে। এর ফলে নতুন IOS বৈশিষ্ট্যের সুবিধা নেওয়া সহজলভ্য হবে। 

READ MORE:  SBI Balance Check: হোয়াটসঅ্যাপ থেকে SMS, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যালেন্স চেক করার বিভিন্ন উপায় | SBI Account Balance Onlline Check

কোন ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ?

WhatsApp-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, iOS 15.1-এর আগের ভার্সনে আর WhatsApp সাপোর্ট নেবে না। অর্থাৎ, iphone 6, iphone 6 plus এবং iphone 5 এর মত মডেল, যেগুলি iOS 15 আপগ্রেড করা যায় না, সেই মডেলে WhatsAppএবার থেকে কাজ করবে না।

আপনার ফোন সুরক্ষিত রাখতে কী করতে হবে?

যদি আপনার ডিভাইসটি iOS 15.1 বা তার পরবর্তী ভার্সন সাপোর্ট করে থাকে, তাহলে এখনই আপনার ডিভাইস আপডেট করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন- 

  • আপনার আইফোনের সেটিংস খুলুন।
  • General > Software Update-এ যান। এখানে আপনার ফোনের আপডেট সংক্রান্ত তথ্য দেখতে পাবেন। 
  • আপডেট ডাউনলোড এবং ইন্সটল করতে Install Now ক্লিক করুন।
READ MORE:  বিশ্ব বই মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে এই শহরে, কীভাবে টিকিট কাটবেন, তারিখ ও থিম জেনে নিন

আপডেট সফল হলে আপনার ফোনে iOS 15.1 বা তার পরবর্তী ভার্সন ইন্সটল হয়ে যাবে। এরপর WhatsApp-এর লেটেস্ট ভার্সন অনায়াসে ইন্সটল করতে পারবেন। 

পুরনো মডেল ব্যবহারকারীদের জন্য কী করনীয়?

যারা iphone 6 বা তার আগের মডেল এখনও ব্যবহার করছেন, তাদের নতুন মডেল আপডেট করতে হবে। কারণ এই ফোনগুলিতে iOS 15.1 সাপোর্ট করানো সম্ভব হয় না।

READ MORE:  একটি ১ টাকার নোট থাকলেই পাবেন ৭ লাখ টাকা, জানুন কীভাবে

WhatsApp জানিয়েছে, পুরনো iOS বন্ধ হওয়ার ফলে এই নতুন ফিচার এবং উন্নত প্রযুক্তি যুক্ত করতে পারবে। এই নতুন ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে এবং নতুন বৈশিষ্ট্য যুক্ত করতে সম্ভব হবে। তাই আপনার ফোন যদি পুরনো মডেলের হয় তাহলে এখনই দ্রুত ব্যবস্থা নিন।

Scroll to Top