মোদী সরকার আপনাকে দেবে ৫ লাখ টাকার ক্রেডিট কার্ড, জেনে নিন আবেদনের পদ্ধতি | Modi Govt To Launch Credit Cards Scheme

বাজেটে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, এপ্রিল থেকে চালু হচ্ছে বিশেষ ক্রেডিট কার্ড প্রকল্প। মূলত, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনা হচ্ছে এই উদ্যোগে। এই ক্রেডিট কার্ডে ৫ লাখ টাকার লিমিট পাওয়া যাবে। সরকারের মতে, এই উদ্যোগ আগামী কয়েক বছরে ক্ষুদ্র উদ্যোক্তাগুলিকে অতিরিক্ত ৩০,০০০ কোটি টাকার তহবিল প্রদানের সম্ভাবনা তৈরি করবে। এর ফলে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে তারা।

READ MORE:  আরও দাম বাড়তে পারে Apple এর সমস্ত iPhone ও MacBook মডেলের, কারণ কি?

এই ক্রেডিট কার্ডের সুবিধা পেতে ক্ষুদ্র ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন করতে হবে। কারা কারা এই কার্ডের জন্য যোগ্য আসুন জেনে নেওয়া যাক।

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন ক্রেডিট কার্ড

লিমিট ও অন্যান্য শর্তাবলী

এই ক্রেডিট কার্ডের সীমা ৫ লাখ টাকা রাখা হয়েছে। এখন প্রশ্ন হলেন কারা এটি পাবেন? জানা গিয়েছে, যাঁরা দোকান পরিচালনা করছেন বা ক্ষুদ্র উৎপাদনে নিয়োজিত তাঁরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে, এই ব্যবসার মালিকদের তাদের UPI লেনদেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যবসায়িক অবস্থার মূল্যায়ন জমা করতে হবে। তারপরে ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই কার্ডের মেয়াদ এক বছরের জন্য থাকবে। যাদের বার্ষিক টার্নওভার ১০-২৫ লক্ষ টাকার মধ্যে, কেবলমাত্র তারাই সরকারের মাইক্রো-ক্রেডিট কার্ডের জন্য যোগ্য হবেন।

READ MORE:  সর্বনাশ! সাইবার ঝুঁকির খপ্পরে ২০ লাখের বেশি এটিএম ও ক্রেডিট কার্ড, এই ম্যালওয়্যার থেকে সাবধান

রেজিস্ট্রেশন পদ্ধতি

মোদী সরকারের তরফে জারি করা এই ক্রেডিট কার্ড পেতে, ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সঠিক ভাবে রেজিস্ট্রেশন করলে MSME ক্রেডিট কার্ড হাতে পাওয়া যাবে।

এর জন্য প্রথমে উদ্যম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট msme.gov.in এ ভিজিট করুন

‘কুইক লিংক’-এ ক্লিক করুন।

তারপর ‘উদ্যম রেজিস্ট্রেশন’ সিলেক্ট করুন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করুন।

READ MORE:  প্রতিদিন কলেজ বা অফিসে যাতায়াতের জন্য সস্তা এবং উচ্চ মাইলেজের সেরা বাইকগুলি! তালিকাটি একবার দেখে নিন!

Scroll to Top