মোদী সরকার আপনাকে দেবে ৫ লাখ টাকার ক্রেডিট কার্ড, জেনে নিন আবেদনের পদ্ধতি | Modi Govt To Launch Credit Cards Scheme
বাজেটে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, এপ্রিল থেকে চালু হচ্ছে বিশেষ ক্রেডিট কার্ড প্রকল্প। মূলত, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনা হচ্ছে এই উদ্যোগে। এই ক্রেডিট কার্ডে ৫ লাখ টাকার লিমিট পাওয়া যাবে। সরকারের মতে, এই উদ্যোগ আগামী কয়েক বছরে ক্ষুদ্র উদ্যোক্তাগুলিকে অতিরিক্ত ৩০,০০০ কোটি টাকার তহবিল প্রদানের সম্ভাবনা তৈরি করবে। এর ফলে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে তারা।
এই ক্রেডিট কার্ডের সুবিধা পেতে ক্ষুদ্র ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন করতে হবে। কারা কারা এই কার্ডের জন্য যোগ্য আসুন জেনে নেওয়া যাক।
এই ক্রেডিট কার্ডের সীমা ৫ লাখ টাকা রাখা হয়েছে। এখন প্রশ্ন হলেন কারা এটি পাবেন? জানা গিয়েছে, যাঁরা দোকান পরিচালনা করছেন বা ক্ষুদ্র উৎপাদনে নিয়োজিত তাঁরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে, এই ব্যবসার মালিকদের তাদের UPI লেনদেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যবসায়িক অবস্থার মূল্যায়ন জমা করতে হবে। তারপরে ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই কার্ডের মেয়াদ এক বছরের জন্য থাকবে। যাদের বার্ষিক টার্নওভার ১০-২৫ লক্ষ টাকার মধ্যে, কেবলমাত্র তারাই সরকারের মাইক্রো-ক্রেডিট কার্ডের জন্য যোগ্য হবেন।
মোদী সরকারের তরফে জারি করা এই ক্রেডিট কার্ড পেতে, ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সঠিক ভাবে রেজিস্ট্রেশন করলে MSME ক্রেডিট কার্ড হাতে পাওয়া যাবে।
এর জন্য প্রথমে উদ্যম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট msme.gov.in এ ভিজিট করুন
‘কুইক লিংক’-এ ক্লিক করুন।
তারপর ‘উদ্যম রেজিস্ট্রেশন’ সিলেক্ট করুন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করুন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
নতুন নোট আসছে বাজারে। পুরনো নোটের দিন শেষ! নতুন ৫০, ১০০, ২০০ টাকার নোট আসতে…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
This website uses cookies.