মোদী সরকার এবার চাকরি সহ প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দিচ্ছে

ভারতের তরুণ প্রজন্ম এবং বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme 2025) পুনরায় চালু করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের অধীনে শিক্ষানবীশরা এক বছরের জন্য বিভিন্ন খাতে কাজ করার সুযোগ পাবেন এবং প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। এই ইন্টার্নশিপ ট্রেনিং কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে এবং তরুণদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য চালু করা হয়েছে।

প্রথম রাউন্ডেই বিপুল আবেদন

এই ট্রেনিং-এ প্রথম ধাপে ছয় লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল, যা এই প্রকল্পের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। এবার দ্বিতীয় রাউন্ডের জন্য এক লক্ষেরও বেশি শূন্যপদখালি রাখা হয়েছে। তেল ও গ্যাস, ব্যাংকিং, হসপিটালিটি, অটোমেটিক, ম্যানুফ্যাকচারিং এবং FMCG সহ বিভিন্ন সংস্থায় এই ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার সুযোগ মিলবে।

READ MORE:  New Rules: ATM থেকে UPI, ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড! ফেব্রুয়ারিতে একাধিক বদল, বদলাচ্ছে RBI-র পলিসিও | Reserve Bank of India Monetary Policy To ATM, UPI, Credit Card Rules Changing

দেশের কর্মসংস্থানে ভূমিকা 

প্রধানমন্ত্রীর এই ইন্টার্নশিপ প্রকল্পে দেশের ৭৩০টি জেলা এবং ৩০০টির বেশি স্বনামধন্য কোম্পানি অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা তাদের দক্ষতা অনুযায়ী পছন্দের ট্রেনিং বেছে নিতে পারবেন এবং সুবিধার জন্য নিজের বর্তমান ঠিকানা অনুযায়ী নিকটবর্তী কর্মক্ষেত্রেও বেছে নিতে পারবেন। 

পিএম ইন্টার্নশিপ স্কিমের যোগ্যতা এবং সুবিধা 

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ২১ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরই শুধুমাত্র আবেদন করতে পারবে। 

READ MORE:  বাড়িতে বসেই মোটা টাকা আয়, Google AdSense দিয়ে এভাবে মাসে ১ লক্ষ টাকা আয় করুন

এই স্কিমের সুবিধা সম্পর্কে যদি আলোচনা করি তাহলে এখানে প্রতি মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া ৬০০০ টাকা এককালীন অতিরিক্ত অনুদান দেওয়া হবে। এই ইন্টার্নশিপটি ছয় মাসের জন্য অনুষ্ঠিত হবে এবং সফল ইন্টার্নদের স্থায়ী চাকরির সুযোগ করে দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবে না?

এই ইন্টার্নশিপে সবাই যে আবেদন করতে পারবে এমনটা কিন্তু নয়।

  • ফুল টাইম চাকরিজীবীরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবে না।
  • যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি তারা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবে না।
  • সরকারি কোন চাকরিজীবীরা এই ইন্টার্নশিপের আওতায় আসবে না।
READ MORE:  Petrol Diesel Price: মাসের শুরুতেই ধাক্কা, গ্যাসের পর বাড়ল জ্বালানির দাম! জারি পেট্রোল ডিজেলের নয়া রেট | Petrol And Diesel Fuel New Price

আবেদন কীভাবে করবেন?

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • সর্বপ্রথম সরকারি ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ যান।
  • এরপর “রেজিস্টার নাও” অপশনে ক্লিক করুন। 
  • এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। 
  • এরপর আবেদনপত্রটি নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। 
  • এরপর আবেদন জমা দিন।

তবে এক্ষেত্রে মনে রাখা ভালো, এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার শেষ তারিখ ১২ই মার্চ, ২০২৫। অর্থাৎ ১২ই মার্চের পরে আর কেউ আবেদন করতে পারবে না।

Scroll to Top