যাত্রা বাতিল হলে আর টিকিট বাতিল করতে হবে না, এই নয়া নিয়ম আনছে Indian Railway, জানুন বিস্তারিত
ভারতীয় রেল এক নতুন সুবিধা চালু করেছে, যার মাধ্যমে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তন ঘটলে তারা তাদের কনফার্ম টিকিট বাতিল না করেও সেটি পরিবারের অন্য সদস্যের নামে স্থানান্তর করতে পারবেন। এটি বিশেষত যাদের ভ্রমণের পরিকল্পনা পরিবর্তিত হয়ে যায়, কিন্তু টিকিট বাতিল করলে ফেরত পাওয়া টাকা থেকে কিছুটা কাটাকাটি হয়—তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। আসলে এখন থেকে, যদি কোনো যাত্রী তার যাত্রা বাতিল করেন, তবে তাকে টিকিট বাতিল করার প্রয়োজন পড়বে না। পরিবর্তে, তিনি এই টিকিট পরিবারের অন্য সদস্যের নামে স্থানান্তর করতে পারবেন। এই সুবিধা প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ভারতীয় রেলের নতুন এই সুবিধা কেবলমাত্র কাউন্টার থেকে কেনা কনফার্ম টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। অনলাইন বুকিং করা টিকিটের জন্য এটি কার্যকর হবে না। এক্ষেত্রে, একটি টিকিট কেবল একবারই স্থানান্তর করা যাবে এবং এটি শুধু যাত্রীর পরিবারের সদস্য—যেমন বাবা-মা, ভাই-বোন, সন্তান অথবা স্বামী/স্ত্রীর নামে স্থানান্তর করা যাবে। অর্থাৎ, একটি টিকিট শুধুমাত্র পরিবারের সদস্যদের মধ্যেই স্থানান্তরিত হবে, অন্য কোনো সম্পর্কের মানুষদের জন্য এটি প্রযোজ্য নয়।
যদি কোনো যাত্রী তার টিকিট স্থানান্তর করতে চান, তাহলে তাকে নির্ধারিত ট্রেনের যাত্রার সময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে নিকটবর্তী রেলওয়ে কাউন্টারে যেতে হবে। সেখানে তাকে একটি আবেদনপত্র জমা দিতে হবে, যেখানে স্থানান্তরিত ব্যক্তির নাম উল্লেখ থাকবে। আবেদনপত্রের সঙ্গে উভয় পক্ষের (মূল যাত্রী এবং স্থানান্তরিত ব্যক্তি) পরিচয়পত্রও দেখাতে হবে। এরপর রেল কর্মকর্তারা সংশ্লিষ্ট নথি যাচাই করে টিকিট স্থানান্তর সম্পন্ন করবেন। এটি বিশেষভাবে জরুরি পরিস্থিতিতে কাজে আসবে, যখন কোনো যাত্রী তার যাত্রা বাতিল করতে চান এবং তার পরিবর্তে পরিবারের অন্য সদস্যকে সেই টিকিটে যাত্রা করার সুযোগ দিতে চান। এতে যাত্রীদের আর্থিক ক্ষতির পরিমাণও কমবে।
শ্বেতা মিত্র, কলকাতা: বড় উদ্যোগ নিল পূর্ব রেল। আর রেলের তরফে যে উদ্যোগ নেওয়া হল…
অ্যামাজনে iQOO Z9x 5G ডিভাইসটি সীমিত সময়ের ডিলে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। বাজেট রেঞ্জে বড়…
শ্বেতা মিত্র, কলকাতা: কথাতেই আছে ইচ্ছা থাকলে উপায় হয় আর সেই কথাটা যেন একদম হাতেনাতে…
শ্বেতা মিত্র, কলকাতা: এখনো অবধি আধার কার্ডের সঙ্গে PAN লিঙ্ক (PAN Aadhaar Link) করেননি? তাহলে…
ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে Nothing Phone 2a ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ৮,০০০ টাকা ডিসকাউন্ট…
অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে OnePlus Nord 4 5G ডিভাইসটি ২৮,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। ওয়ানপ্লাস বাজারে…
This website uses cookies.