যাত্রী ভোগান্তি দূর, কলকাতায় নতুন রুটে শুরু হল বাস পরিষেবা
শ্বেতা মিত্র, কলকাতা: বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি কলকাতা শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। আর বাস না থাকা নিয়ে চিন্তা করতে হবে না। সেহাওড়া হোক কিংবা শিয়ালদা, বিধাননগর বা কলকাতা স্টেশন, নিউটাউন যাওয়া অনেকের পক্ষে সমস্যার হয়ে দাঁড়িয়েছে। তবে আর চিন্তা নেই। কারণ পরিবহণ দফতরের তরফে বাসের ব্যবস্থা করা হল। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন।
শনিবার হাতিশালা থেকে কলকাতা স্টেশনের সাথে সংযোগকারী একটি বাস রুট চালু করা হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এটি উদ্বোধন করেছেন। এই প্রসঙ্গে বড় দাবি করেছেন রুট সচিব পলান প্রামাণিক, যিনি কেবি ১৬ এবং ২৬০ রুটের বাসের মালিকও। তিনি জানিয়েছেন, এই রুটে মোট ২৪টি বাসের অনুমোদন দেওয়া হয়েছে। আটটি বাস কারখানায় রয়েছে এবং এক সপ্তাহের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তাঁর মতে, ‘আমরা ১২টি বাস দিয়ে শুরু করছি। পরে এই রুটে চারটি সিএনজি বাসও থাকবে।’ বাস মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বিশেষভাবে উল্লেখ করেছেন যে, আরজি কর হাসপাতালের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা রয়েছে কারণ অনেক লোক এই পথে যাতায়াত করে। এই বাসটি কলকাতা ও বিধাননগর, দুটি স্টেশনের সঙ্গে সংযুক্ত থাকবে।
ট্রেড ইউনিয়ন নেতা সতর্ক করে বলেন, “যদি বাসগুলি পর্যাপ্ত যাত্রী না পায় তবে এই রুটটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। অবশ্যই, টোটো এবং অটোরিকশাও চলবে, তবে মূল রাস্তা ধরে বাস চালালে তাদের ক্ষতি হবে। তাই তাদের সরকারি নিয়ম মেনেই চলতে হবে।”
পরিবহনমন্ত্রী এই অঞ্চলে যে পরিবর্তন এসেছে তার কথা বলেন। তিনি জানান, “পাঁচ বছর আগে, এই জায়গাটি দেখতে অনেক আলাদা ছিল। এখন এখানে প্রশস্ত রাস্তা এবং স্ট্রিটলাইট রয়েছে। আমরা সেই অনুযায়ী পরিবহন পরিকাঠামো প্রস্তুত করছি”। তিনি আরও বলেন যে, স্থানীয় বিডিও অফিস থেকে রুটের আরেকটি দাবি বিবেচনা করা হচ্ছে। যাইহোক, নতুন বাস পরিষেবা শুরু হওয়ায় উপকৃত হবেন বাংলার মানুষ।
প্রীতি পোদ্দার, হায়দরাবাদ: দেশে বেকারত্বের সমস্যা যেন দিনে দিনে বেড়েই চলেছে। সারাদিনে দু’টাকা রোজগার করতে…
TVS মোটর কোম্পানির প্রথম অ্যাডভেঞ্চার বাইক, Apache RTX লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সংস্থা…
রেলযাত্রীদের জন্য দুর্দান্ত খবর! এবার সকলেই এসি লোকাল ট্রেনে চড়ার সুযোগ পাবেন, তাও একদম পকেট-ফ্রেন্ডলি…
প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি প্রকল্পে বরাদ্দ টাকা দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ঝামেলা লেগেই রয়েছে।…
প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তেই এবার ব্যাপক গরম দেখা গেল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। মার্চ…
Honda তাদের বিগউইং (BigWing) ডিলারশিপ থেকে বিক্রিত প্রিমিয়াম মোটরসাইকেলগুলির উপর ১০,০০০ টাকা ছাড় ঘোষণা করেছে।…
This website uses cookies.