লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন স্টাইলের ফোন আনছে ওয়ানপ্লাস, মিলবে 50+50MP ক্যামেরা

Published on:

ওয়ানপ্লাস এবার একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ বাজারে আনতে চলছে। সেই নয়া ফোনটির নাম OnePlus 13 Mini বলে জানা গিয়েছে। এটি মার্চে লঞ্চ হতে পারে। বিভিন্ন সূত্র থেকে ফোনটির নানা তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। তবে এখন একটি নতুন রিপোর্টের সৌজন্যে ফোনটির স্পেসিফিকেশনগুলির একটি পরিস্কার ছবি পাওয়া গিয়েছ। চলুন দেখে নিই যে OnePlus 13 Mini কী কী অফার করবে।

READ MORE:  Poco C75 5G Price: ৮০০০ টাকার মধ্যে 5G ফোন, অবিশ্বাস্য দামে আজই কিনুন ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Poco C75 5G | 5G Smartphone Under 8000 Rupees

OnePlus 13 Mini স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়ানপ্লাস ১৩-এর বিশেষত্ব হতে পারে ক্যামেরা। এতে ডুয়াল ক্যামেরা সিস্টেম থাকবে বলে লেটেস্ট রিপোর্টে দাবি করা হয়েছে। যেখানে এতদিন ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছিল। ওয়ানপ্লাস ১৩ মিনি ছাড়াও, এই বছর কোম্পানির আসন্ন ফোনগুলিতে নতুন ডিজাইন থাকবে। রিয়ার ক্যামেরায় একটি ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে যা ২x অপটিক্যাল জুম অফার করবে।

READ MORE:  কম দামে ছোট ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে OnePlus, এখন থেকেই চাপের মধ্যে অ্যাপল, স্যামসাং-রা

ওয়ানপ্লাস ১৩ মিনি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত হবে। ডিসপ্লেটি হবে ৬.৩১ ইঞ্চি এলটিপিও ওলেড প্যানেল যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। স্লিক ডিজাইন, মেটাল মিডল ফ্রেম, ও গ্লাস ব্যাক থাকবে এতে। ব্যাটারি ক্যাপাসিটি অজানা হলেও ওয়্যারলেস চার্জিং ফিচার মিলবে বলে আশা করা যায়।

READ MORE:  Ola Electric Discount: দোল উপলক্ষে বাম্পার অফার, ইলেকট্রিক স্কুটারের দাম 26,750 টাকা কমিয়ে দিল Ola | Holi Flash Sale

এছাড়া, ফোনটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করতে পারে। বাজারে আসার সময় ডিভাইসটির অফিসিয়াল নাম OnePlus 13T হওয়ার সম্ভাবনাও রয়েছে। ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে এটি ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হয়ে যেতে পারে। গ্লোবাল মার্কেটে আসবে কিনা তা অবশ্য অজানা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.