প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে ২০ দিন পার হতে চলল। এখনও ২০১৬ সালের এসএসসি- র (SSC)প্যানেল বাতিল বিতর্কের কোনো সমাধান মেলেনি। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার সাময়িক স্বস্তি পেয়েছেন ‘যোগ্য’ চাকরিহারারা। শীর্ষ আদালতের নির্দেশ মতো ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা। দেওয়া হবে বেতন। কিন্তু তাতেও স্বস্তি পাচ্ছেনা না তাঁরা। চাল-কাঁকড় এখনও মিলে মিশেই রয়েছে। এহেন পরিস্থিতিতে গতকাল স্কুল সার্ভিস কমিশন বা SSC-র তরফ থেকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার দাবি জানালেও সেই প্রতিশ্রুতি রাখেনি তাঁরা। আর তাতেই অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। এবার এই নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
চাকরিহারাদের ধমক মমতার
আজ , মঙ্গলবার, মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট স্কুল ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থানরত শিক্ষকদের উদ্দেশে ধমকের সুরে বলেন, “যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে চাকরিহারাদের এত মাথাব্যথা কেন? ওই বিষয়টা তো রাজ্য সরকার এবং আদালত দেখবে। আমরা এভিডেন্স নেব। আমরা কোর্টে কী বলা হয়েছে, দেখব। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা, সেটা দেখা খুব জরুরি। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা, সেটাও আপনার দেখার দরকার। অন্য কোনো কিছু আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের উপরে ছেড়ে দিন।”
অন্যদের কথায় পা না দেওয়ার পরামর্শ মমতার
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন। তিনি দাবি করেন যে যদি গতকাল মুখ্যমন্ত্রী কলকাতায় থাকতেন তাহলে এক সেকেন্ডে এই বিক্ষোভ মিছিল মিটিয়ে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার কথা বলেছি। যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২ টা পর্যন্ত কথা বলে দেখেছি। কেউ-কেউ অনড় আছে যে যোগ্য ও অযোগ্যদের তালিকা বের করতে হবে। আরে আপনার কী যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। কোর্ট আছে। আপনি শুধু নিজের চাকরি করুন। বার বার বলছি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না।”
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিত্তিতে আরও এক জোরালো প্রশ্ন উঠে আসছে চাকরিহারাদের মনে। মুখ্যমন্ত্রী আজ যে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে ধমক দিচ্ছেন তাহলে এই কথাটা স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন আগে বলেনি। কেন আশ্বাস দেওয়া হয়েছিল যে আগামী ২১ এপ্রিল তালিকা প্রকাশ করা হবে? তাহলে কি সম্পূর্ণটাই চাকরিহারাদের ক্ষোভ দাবিয়ে রাখার জন্য করেছিল সরকার? চাকরিহারাদের ক্ষোভ হুংকার সাময়িকভাবে প্রশমিত করতেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আশ্বাস দিয়েছিল? যদিও এই বিষয়ে কোনো কিছুই বলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।