রইল না বাধা, শ্রীরামপুর স্টেশন নিয়ে রেলকে বিরাট নির্দেশ হাইকোর্টের! বদলে যাবে চেহারা
সহেলি মিত্র, কলকাতা: হকার উচ্ছেদ নিয়ে ফের একবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। এমনিতে বিগত বেশ কিছু সময় ধরে সে রাস্তার ধারে হোক কিংবা রেল স্টেশন, কোথাও অবৈধভাবে জায়গা দখল করে হকারির বিষয়টি নিয়ে কড়া মনোভাব দেখিয়ে আসছে কলকাতা হাইকোর্ট। এবারেও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার আদালতের নজরে শ্রীরামপুর স্টেশন ও স্টেশন সংলগ্ন জায়গা। মূলত শ্রীরামপুর রেল স্টেশন (Serampore Station) ও সংলগ্ন এলাকায় রেলের জায়গা থেকে হকার উচ্ছেদে অবশেষে শিলমোহর দিয়েই দিল কলকাতা হাই কোর্ট। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
বুধবার হকার উচ্ছেদ প্রসঙ্গে বড় নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি রেলের সুরে সুর মিলিয়ে শ্রীরামপুরের রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় বেআইনি জবরদখল উচ্ছেদের বিষয়ে ছাড়পত্র দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই বিষয়ে রেলের কাছে আর কোনও বাধা নেই। যে কোনওদিন রেল এই উচ্ছেদ অভিযানে নামতে পারে।
এখন প্রশ্ন উঠছে, রেল কবে এই কাজ শুরু করবে? রেল সূত্রে জানা যাচ্ছে, যেহেতু কোর্টের তরফে সবুজ সংকেত মিলেছে তাই এই উচ্ছেদ অভিযানের কাজ শীঘ্রই শুরু হবে। অন্যদিকে রেল ও হাইকোর্টের এহেন নির্দেশের জেরে যারা হকারি করছেন দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে অনেকেই অসুবিধার মুখে পড়বেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা অবৈধভাবে জায়গা দখল করে মাসের পর মাস বছরের পর বছর ধরে স্টেশন ও স্টেশন সংলগ্ন জায়গায় হকারি করছেন তাঁদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে।
দুই মাস আগেই এই হকার উচ্ছেদের ব্যাপারে রেলের তরফে নোটিশ জারি করা হয়। অমৃত ভারত প্রকল্পের আওতায় রেল স্টেশন ও স্টেশন লাগোয়া এলাকায় জবরদখল উচ্ছেদের ব্যাপারে নোটিশ জারি করা হয়। এদিকে রেলের ‘চাপ’ বাড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস পরিচালিত ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন হকার ইউনিয়ন। তখন এই মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা হকারদের কিছুটা হলেও সুযোগ দেন। হাওড়ার ডিআরএম হকারদের নথি দেখে সুযোগ দেবেন বলে জানিয়েছিলেন।
কিন্তু খেলাটা ঘুরে যায় বুধবার। এই সংক্রান্ত মামলায় অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, ডিআরএম হকারদের নথি পেশের সুযোগ দিয়ে তাদের শুনানির জন্য ডেকে ছিলেন। কিন্তু একজনও ব্যবসা করার জন্য কোনও বৈধ নথি দেখাতে পারেনি। যদিও ইউনিয়নের তরফে আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় জানান, লাইসেন্স না থাকলেও ওই হকাররা বহিরাগত নন। দীর্ঘ দিন ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে।এরপরেই অমৃতা সিনহা জানান, রেল উচ্ছেদ অভিযান শুরু করতে পারে। যাইহোক, এখন আগামী দিনে এটাই দেখার যে রেল কবে এই উচ্ছেদ অভিযান শুরু করে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পাল্টা পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ (Bangladesh)! সূত্রের খবর,…
সৌভিক মুখার্জী, কলকাতা: ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ফাইটার জেট চালানো। আর এই সেই ছেলেটি এখন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 মহিলা বিশ্বকাপের (2025 Women’s World Cup) টিকিট পেয়ে গেল পাকিস্তান। বৃহস্পতিবার…
আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ড আর প্যান কার্ড (Pan Card) আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল এসএসসির (SSC Case) চাকরি বাতিলের মামলায় হাই কোর্টের নির্দেশ…
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের সেই বিকট গরম যেন বৈশাখের বারিধারায় হারিয়ে গিয়েছে। বেলার দিকে বেশ…
This website uses cookies.