লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রক্ত মাংসের মানুষ নয়, ভারতের হয়ে সীমান্তে লড়বে রোবট! পরিকল্পনা জানাল DRDO

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সীমান্তে দেশের হয়ে লড়বে রোবট! সামরিক বাহিনীর সদস্যদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং শত্রু পক্ষের হামলা থেকে মানব সেনাকে বাঁচাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত রোবট আর্মি তৈরির কথা ভাবছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। মূলত বিভিন্ন শক্তিশালী আগ্নেয়াস্ত্র বহন এবং মানব সেনাদের কমান্ডের অধীনে কাজ করার জন্য এই মানবরূপী রোবট গুলিকে তৈরি করা কথা ভাবা হচ্ছে। উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দেশের হয়ে লড়ার ক্ষমতা রাখবে এই রোবাট এমন পরিকল্পনার কথাই জানানো হয়েছে সংস্থার তরফে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন হঠাৎ রোবট আর্মি তৈরির পথে হাঁটল DRDO?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতীয় সেনাদের শারীরিক এবং মানসিক চাপ কমাতে দেশের সামরিক কাঠামোতে রোবট আর্মি যুক্ত করতে চলেছে ভারতের নিরাপত্তা গবেষণা ও উন্নয়ন সংস্থা। জানা যাচ্ছে, উন্নত প্রযুক্তির এই রোবট গুলি মানব সেনাদের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। সেই সাথে যেকোনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর কমান্ডারের নির্দেশে আক্রমণ শানাবে রোবটগুলি।

READ MORE:  Redmi 14C 5G: মাত্র ৪৯০ টাকায় 50MP ক্যামেরা, 128GB-র ফোন! প্রজাতন্ত্র দিবসে ধামাকা অফার দিচ্ছে Flipkart | Flipkart Republic Day Sale Redmi 14C 5G starting at Rs 490

সূত্র বলছে, ভারতীয় সেনাদের জীবনের ঝুঁকি কমাতে নিরাপত্তা ব্যবস্থায় রোবট আর্মি যুক্ত হচ্ছে। তবে এই রোবট গুলি থেকে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ঠিক কী ধরনের সহায়তা প্রত্যাশা করছেন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে এ কথা ঠিক যে, ভারতীয় নিরাপত্তা রক্ষীদের সাথে রোবট আর্মি যুক্ত হলে দেশের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই চাঙ্গা হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মানব সৈন্যদের সাথেই কাজ করবে রোবট আর্মি

রিপোর্ট বলছে, বন্দুকধারী মানব সেনাবাহিনীর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত রোবট আর্মি সংযুক্ত হলে দেশের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ক্ষমতাশালী হবে। জানা যাচ্ছে, DRDO মূলত সেনাবাহিনীর বিকল্প হিসেবে রোবট গুলিকে কাজে লাগানোর কথা ভাবলেও আদতে রোবট আর্মি মানব সেনাদের সাথে মিলেই শত্রুদের শায়েস্তা করবে। তবে এ কথা একেবারেই ঠিক যে, মানব সেনাদের মতো সেনা রোবটের কোনও মানবিক আবেদন থাকবে না। থাকবে না কোনও আবেগও।

READ MORE:  Olympic Cricket: ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট, বাদ পাকিস্তান-বাংলাদেশ! জায়গা হবে ভারতের? | 2028 Cricket Olympics

DRDO-র এই পরিকল্পনা বাস্তবায়িত হতে কত সময় লাগবে?

বহু আগেই DRDO-র তরফে রোবোটিক্স মেশিন ও জলজ্যান্ত রোবট তৈরি করে দেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এবার ভিন্ন লক্ষ্যে এগোচ্ছে ভারতের নিরাপত্তা গবেষণা ও উন্নয়ন সংস্থা। মূলত দেশের সেনাদের বিকল্প হিসেবে রোবট আর্মিকে কাজে লাগাতে চাইছে ভারতের এই নিরাপত্তা সংস্থা।

মনে করা হচ্ছে, উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে তৈরি হবে এই রোবট। পরিকল্পনা করা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর পরিপূরক হিসেবে AI চালিত রোবট তৈরি করে গোটা বিশ্বের কাছে উন্নত সেনাবাহিনীর নজির গড়ার। আর সেই লক্ষ্যেই ক্রমশ নিজেদের পরিধি বাড়িয়ে চলেছে DRDO। তবে বেশ কিছু রিপোর্ট বলছে, এই ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তিক রোবট আর্মি তৈরি করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে DRDO-র পক্ষে।

READ MORE:  বাজল যুদ্ধের দামামা? LoC-তে গোলাগুলি শুরু পাকিস্তানের, পাল্টা জবাব দিচ্ছে ভারতও

ফলত, ভারতীয় সেনাবাহিনীতে এই ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হতে এখনও কমপক্ষে 15 থেকে 20 বছর সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, রোবট গুলি একবার তৈরি হয়ে গেলে সেগুলিকে মানুষের মতোই ট্রেন করানো হবে। তবে তা চলবে কৃত্রিম বুদ্ধিমত্তার দরুন।

অবশ্যই পড়ুন: মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে কলকাতা, আগামীকাল এক লাইনে দেখা যাবে ৭ গ্রহ! জানুন সময়

উল্লেখ্য, ভারতের সেনাবাহিনী আকারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। সৈন্য সংখ্যার নিরিখে রাশিয়া ও আমেরিকাকেও ছাপিয়ে গিয়েছে ভারতীয় সেনারা। তবে এবার নিরাপত্তা গবেষণা ও উন্নয়ন সংস্থার নয়া পরিকল্পনা অনুযায়ী, ভারত যদি কোনও ভাবে রোবট আর্মি তৈরি করতে পারে সে ক্ষেত্রে বিশ্বের দরবারে বিরাট দর পাবে ভারতের নিরাপত্তা ব্যবস্থা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.