লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রবিবার নাকি সোমবার! কোন দিনে হবে সরস্বতী পুজো? স্কুলে স্কুলে বিরাট ‘বিভ্রান্তি’

Updated on:

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, এরপরেই মহাসমারোহে আয়োজন করা হতে চলেছে বাগদেবীর আরাধনার। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতীর পুজো করার প্রথা রয়েছে। কিন্তু সমস্যা হল এবার সরস্বতী পুজো (Saraswati Puja) কবে আয়োজিত হবে, তা নিয়ে ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে একাধিক স্কুলে। পঞ্চমী তিথি কবে, তা নিয়েও চলছে ‘বিভ্রান্তি’। ২ ফেব্রুয়ারি রবিবার না কি ৩ ফেব্রুয়ারি সোমবার সরস্বতী করা হবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত জেলার বহু স্কুল ও শিক্ষক-শিক্ষিকারা। তবে পুরোহিতদের অনেকের মত, যেহেতু সূর্যোদয় রয়েছে সোমবার, তাই সেই তিথিই মানা উচিত।

পঞ্জিকা অনুযায়ী এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশের মতে, পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি রবিবারই দিনভর থাকছে। এবং সোমবার সকালেই ছেড়ে যাচ্ছে। ফলে পুজো করতে হলে রবিবারই করা উচিত। আবার বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন, তাঁরা এ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। পুরোহিতের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেবেন তাঁরা। তবে সরকারি ক্যালেন্ডারে কিন্তু রবিবারকেই সরস্বতী পুজো হিসাবে দেখানো হয়েছে। এদিকে আবার দুই পঞ্জিকা দুই ধরনের মতামত দিচ্ছে।

READ MORE:  একসঙ্গে ঘুরে আসুন সমুদ্র-পাহাড়, দিঘা হয়ে নয়া রুটের সূচনা করল দক্ষিণপূর্ব রেল

পঞ্জিকা অনুযায়ী কবে পড়েছে সরস্বতী পুজো?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মাঘ মাসের ১৯ তারিখ অর্থাৎ ২ ফেব্রুয়ারি রবিবার পঞ্চমী তিথি শুরু হচ্ছে। এবং সেদিন সকাল ৯টা ১৬ মিনিটে পঞ্চমী তিথি লাগবে। পরের দিন অর্থাৎ ২০ মাঘ সোমবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা বেজে ৫৩ মিনিটে পঞ্চমী তিথি শেষ হয়ে যাচ্ছে। সেকারণে সরস্বতী পুজোর দিন ধরা হয়েছে রবিবারকেই। কিন্তু গুপ্ত প্রেস পঞ্জিকা মতে, ১৯ মাঘ রবিবার ২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১২ মিনিট ৫৯ সেকেন্ডে পঞ্চমী তিথি শুরু হচ্ছে। পরের দিন ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা বেজে ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড পর্যন্ত পঞ্চমী তিথি থাকছে।

READ MORE:  One State One RRB: ১ মে থেকে অস্তিত্ব হারাচ্ছে ১৫ ব্যাঙ্ক! তালিকায় বাংলার ৩, আপনার অ্যাকাউন্ট আছে? | Bank Merge In May 1

সোমবারের তিথি মানছে অনেক স্কুল

তাই সেক্ষেত্রে যদি সোমবার পুজো করতে হয় তাহলে ভোর-ভোর বসতে হবে। কিন্তু সেটা সমস্ত স্কুলের পক্ষে করা অসম্ভব হয়ে যাবে। কারণ স্কুলে অনেক ছাত্র ছাত্রীরাই অঞ্জলি দেয়, পুজোর জোগাড় করে সেক্ষেত্রে মত বদলে এখন অনেকেই রবিবারের দিকেই ঝুঁকছেন। কারণ রবিবার অনেকটা সময় পাওয়া যাবে। তবে অনেকের মতে, সুর্যোদয়ের সময় পঞ্চমী থাকছে সোমবারই। সেকারণে সরস্বতী পুজোকে সোমবার হিসাবে ধরে চলছেন অনেকে।

আরও পড়ুনঃ কলকাতার অদূরেই রয়েছে এক টুকরো মিনি ইউরোপ, একবার ঘুরতে গেলে হয়ে যাবেন মুগ্ধ

প্রসঙ্গত, দুবরাজপুর গার্লসের প্রধান শিক্ষিকা জানিয়েছেন পুরোহিতদের অনেকের মত, সূর্যোদয় যে তিথিতে হবে সেটাকেই ধরতে হবে। ফলে পুজো সোমবারই করার সিদ্ধান্ত হয়েছে। এমনকি বোলপুর তারাশঙ্কর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জানিয়েছেন, ‘‘আমাদের স্কুলে যিনি পুজো করবেন, রামকৃষ্ণ মিশনের সংস্কৃত পণ্ডিত, তিনি সূর্যোদয়ের তিথিকেই মান্যতা দিয়েছেন। বলেছেন তিথি থাকতে থাকতেই সংকল্প করতে হবে।’’ তাই সেক্ষেত্রে কয়েকটি স্কুল রবিবার এবং কয়েকটি স্কুল সোমবারই সরস্বতী পুজো পালন করছে।

READ MORE:  ‘৪% নয়, মিলবে সম্পূর্ণ বকেয়া!’ সুপ্রিম কোর্টে মামলার মধ্যেই DA নিয়ে বিরাট দাবি
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.