প্রীতি পোদ্দার, কলকাতা: দেশবাসীর জন্য কেন্দ্রীয় সরকার একের পর এক অভিনব প্রকল্পের আয়োজন করে চলেছে। যার মধ্যে সব থেকে অভিনব প্রকল্প হল বিনামূল্যে রেশন (Free Ration) সামগ্রী প্রকল্প। নিম্নদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর প্রত্যেক দিনের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রেশন প্রকল্প চালু করা হয়েছে। যা সাধারণের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় ৬ কোটি মানুষ এই রেশন ব্যবস্থার সুবিধা পেয়ে থাকে। আর এই আবহে রাজ্য সরকার নিয়ে আসল বড় চমক। ফের আরও একবার রেশন সামগ্রী নিয়ে দারুন সুখবর জানালো রাজ্য সরকার।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
রমজান মাসে রাজ্য সরকারের বড় চমক
সামনেই শুরু হতে চলেছে রমজান মাস। প্রতি বছরের ন্যায় এই বছরেও রমজান মাসে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সময়ে প্রায় ১০ কোটির কাছাকাছি মানুষ রেশনের মাধ্যমে খাদ্য দ্রব্য পেয়ে থাকেন। যে সকল অতিরিক্ত খাদ্য সামগ্রী পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম হল ময়দা, চিনি ও ছোলা। ইতিমধ্যে এই নিয়ে রাজ্য সরকারের সাথে একটি বৈঠক হয়ে গিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের। তবে এখনও পর্যন্ত রমজান মাস উপলক্ষে স্পেশাল যে অতিরিক্ত রেশন সামগ্রীর প্যাকেজ সিস্টেম করা হয়েছে, সেই খাদ্য সামগ্রী কত দামে দেওয়া হবে সেই ব্যাপারে এখনো স্পষ্ট নির্দেশ দেয়নি খাদ্য সুরক্ষা দপ্তর।
অতিরিক্ত খাদ্যসামগ্রীর ব্যবস্থা
তবে রাজ্য সরকারের এই উদ্যোগে খানিকটা বেকায়দায় পড়েছে রেশন ডিলারদের একাংশ। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এই ব্যাপারে জানিয়েছেন আগে থেকে বিক্রয় মূল্য না জানালে খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজের চাহিদা কতটা হবে, তা বোঝা মুশকিল। তাই বিশেষ প্যাকেজের খাদ্যসামগ্রী কী পরিমাণ প্রয়োজন, তা বলার আগে দাম সম্পর্কে জানতে ইতিমধ্যেই খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকিকে চিঠি দেওয়া হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এদিকে কিছুদিন আগেই কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া কলকাতায় রাজ্য খাদ্য বিভাগ, ভারতীয় খাদ্য নিগম এবং কেন্দ্রীয় গুদাম কর্পোরেশন এর কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে রেশনিংয়ের জন্য খাদ্য সরবরাহ এবং ব্যবস্থাপনা ব্যবস্থা নিয়ে বেশ কয়েকটি আলোচনা করা হয়েছে। এছাড়াও এদিনের বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের পাওনা অর্থের বিষয়টিও আলোচনা করা হয়।