রমজান মাসে রেশনে মিলবে বাড়তি খাদ্য সামগ্রী, দেখুন কোন কার্ডে কতটা পাওয়া যাবে

প্রতিবছর রমজান মাস আসলেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ রেশন প্যাকেজের ঘোষণা করা হয়। এবারেও ব্যাতিক্রম কিছু ঘটছে না। রাজ্যের অন্তোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত (SPHH) কার্ডের পরিবারগুলির জন্য এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, রমজান মাসের সময় ভর্তুকিযুক্ত দামে চিনি, ছোলা, ময়দা রেশন দোকান থেকে সরাসরি পাওয়া যাবে।

কী থাকছে এই বিশেষ প্যাকেজে?

খাদ্য দপ্তরের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১ কেজি করে ময়দা, ছোলা এবং চিনি দেওয়া হবে। এই সমস্ত খাদ্য সামগ্রী বাজার দরের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে। 

  • প্রতি কেজি চিনি পাওয়া যাবে মাত্র ৩২ টাকায়,
  • প্রতি কেজি ছোলা পাওয়া যাবে মাত্র ৬২ টাকায় এবং 
  • প্রতি কেজি ময়দা পাওয়া যাবে মাত্র ৩১ টাকায়।
READ MORE:  পিভিসি আধার কার্ড এখন মাত্র ৫০ টাকায়, কীভাবে ঘরে বসে অর্ডার করবেন?

তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, এই বিশেষ সুবিধা শুধুমাত্র ২রা মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত রেশন দোকানে পাওয়া যাবে।

৬ কোটির বেশি মানুষ পাবেন সুবিধা

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্য প্রায় ৬ কোটি মানুষকে এই বিশেষ রেশনের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। খাদ্য দপ্তর আগে থেকেই রাজ্যের রেশন ডিলারদের চাহিদার পরিমাণ জানাতে বলেছিল, যাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণ করা যায়। 

READ MORE:  Savings Account Intrest Rates: SBI হোক আর UCO, RBI-র এক সিদ্ধান্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কমবে টাকা | RBI Repo Rate

ডিলারদের প্রতিক্রিয়া

প্রাথমিকভাবে ডিলারদের পক্ষ থেকে বলা হয়েছিল যে, রেশন সামগ্রীর দাম না জানালে চাহিদা নির্ধারণ করা সম্ভব হবে না। তাই সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট মূল্য জানিয়ে দেওয়ার পরই রেশন দোকানগুলিতে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা শুরু হবে।

রাজ্য সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত মানুষরা এই বিশেষ প্যাকেজের মাধ্যমে রমজান মাসে স্বল্প খরচে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবে।

READ MORE:  Bank Strike:টানা ধর্মঘট, মার্চেই পরপর বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে থেকে কবে? | 2 Days Bank Strike In March
Scroll to Top