লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রয়্যাল এনফিল্ডের অনুভূতি দেবে হোন্ডার এই বাইক, এবার নতুন রূপে মন জিততে আসছ

Published on:

দু’দুটি বাইকের নতুন সংস্করণ শীঘ্রই লঞ্চ করতে চলেছে Honda। বাজারে নতুন আপডেটের সঙ্গে আসছে CB350 H’ness এবং CB350RS, যাদের ছবি লঞ্চের আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। দেশে কোম্পানির একটি ডিলারশিপে নতুন বাইকগুলি দেখা গিয়েছে বলে খাবে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, রেট্রো বাইকগুলিতে নয়া রঙের বিকল্প যোগ হয়েছে।

Honda CB350 H’ness বাইকে কী পরিবর্তন এল

CB350 H’ness তিনটি নতুন রঙ দেখা যাচ্ছে – নীল, ধূসর এবং কালো। ট্যাঙ্কে সুন্দর গ্রাফিক্সের সাথে এই রঙগুলি মানানসই লাগছে। নীল রঙের মডেলটিতে ট্যাঙ্কে সাদা, হালকা নীল এবং নেভি ব্লু রঙের স্ট্রাইপ রয়েছে, যা ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে। ধূসর রঙের ভেরিয়েন্টে সাদা, হলুদ এবং লাল রঙের স্কিম আছে।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে’র আগে ফাটাফাটি গাড়ি লঞ্চ করল Tata, কত দাম Safari স্টিল্থ এডিশনের

অন্যদিকে, কালো রঙের মডেলের ট্যাঙ্কে গাঢ় এবং হালকা লাল রঙের স্ট্রাইপ বর্তমান। সামগ্রিকভাবে, নতুন রঙগুলি দেখতে বেশ সুন্দর লাখছে এবং এই রেট্রো-রোডস্টারে একটি আধুনিকতার ছোঁয়া যোগ করেছে। উল্লেখ্য, বর্তমানে এই মোটরসাইকেলের ৩টি ভেরিয়েন্ট ১০টি রঙে উপলব্ধ। দাম ২.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) শুরু।

Honda CB350RS নতুন কালার

CB350RS বাইকটিতে একটি চকচকে ধূসর রঙের স্কিম যুক্ত করা হয়েছে যা দেখতে নার্ডো গ্রে রঙের স্কিম এর মতোই। এই পেইন্ট স্কিমে বাইকটির ট্যাঙ্কে ধূসর রঙের ফিনিশ রয়েছে। ফুয়েল ট্যাঙ্কে ফ্লুরোসেন্ট হলুদ পিনস্ট্রাইপ এবং ‘RS’ লেখা কালো স্ট্রাইপ রয়েছে। এই মোটরসাইকেল বর্তমানে চারটে ভেরিয়েন্টে উপলব্ধ। দাম ২.১৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

READ MORE:  Hero Xtreme 160R 4V Mileage: দেশের একমাত্র ১৫০ সিসি মোটরসাইকেল যা প্রতি লিটারে ৫০ কিলোমিটার মাইলেজ দেয় | Best Fuel Efficient Bike

ইঞ্জিন ও ফিচার্স

আশা করা হচ্ছে, বাইক দুটির আপডেটেড সংস্করণে ইঞ্জিন স্পেকসে কোনও বদল হবে না। উভয় মডেলে ৩৪৮ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা ২০.৭৮ হর্সপাওয়ার এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন করে৷ সঙ্গে রয়েছে পাঁচ-স্পিড গিয়ারবক্স। এদের জ্বালানি ট্যাঙ্ক ১৫ লিটারের৷

দুই বাইকেই ১৯-১৮ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল স্প্রিং এবং ডুয়াল-চ্যানেল ABS বর্তমান। বাইকের উভয় প্রান্তে উপস্থিত একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক। বৈশিষ্ট্যের দিক থেকে রয়েছে, ফুল-এলইডি লাইটিং, একটি সেমি-ডিজিটাল কনসোল, ব্লুটুথ সংযোগ, ট্র্যাকশন কন্ট্রোল এবং একটি মোবাইল চার্জিং পোর্ট।

READ MORE:  বাজার কাঁপাচ্ছে সুজুকির লিজেন্ডারি বাইক, ফেব্রুয়ারিতে বিক্রির রেকর্ড গড়ল হায়াবুসা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.