রয়্যাল এনফিল্ডের অনুভূতি দেবে হোন্ডার এই বাইক, এবার নতুন রূপে মন জিততে আসছ
দু’দুটি বাইকের নতুন সংস্করণ শীঘ্রই লঞ্চ করতে চলেছে Honda। বাজারে নতুন আপডেটের সঙ্গে আসছে CB350 H’ness এবং CB350RS, যাদের ছবি লঞ্চের আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। দেশে কোম্পানির একটি ডিলারশিপে নতুন বাইকগুলি দেখা গিয়েছে বলে খাবে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, রেট্রো বাইকগুলিতে নয়া রঙের বিকল্প যোগ হয়েছে।
CB350 H’ness তিনটি নতুন রঙ দেখা যাচ্ছে – নীল, ধূসর এবং কালো। ট্যাঙ্কে সুন্দর গ্রাফিক্সের সাথে এই রঙগুলি মানানসই লাগছে। নীল রঙের মডেলটিতে ট্যাঙ্কে সাদা, হালকা নীল এবং নেভি ব্লু রঙের স্ট্রাইপ রয়েছে, যা ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে। ধূসর রঙের ভেরিয়েন্টে সাদা, হলুদ এবং লাল রঙের স্কিম আছে।
অন্যদিকে, কালো রঙের মডেলের ট্যাঙ্কে গাঢ় এবং হালকা লাল রঙের স্ট্রাইপ বর্তমান। সামগ্রিকভাবে, নতুন রঙগুলি দেখতে বেশ সুন্দর লাখছে এবং এই রেট্রো-রোডস্টারে একটি আধুনিকতার ছোঁয়া যোগ করেছে। উল্লেখ্য, বর্তমানে এই মোটরসাইকেলের ৩টি ভেরিয়েন্ট ১০টি রঙে উপলব্ধ। দাম ২.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) শুরু।
CB350RS বাইকটিতে একটি চকচকে ধূসর রঙের স্কিম যুক্ত করা হয়েছে যা দেখতে নার্ডো গ্রে রঙের স্কিম এর মতোই। এই পেইন্ট স্কিমে বাইকটির ট্যাঙ্কে ধূসর রঙের ফিনিশ রয়েছে। ফুয়েল ট্যাঙ্কে ফ্লুরোসেন্ট হলুদ পিনস্ট্রাইপ এবং ‘RS’ লেখা কালো স্ট্রাইপ রয়েছে। এই মোটরসাইকেল বর্তমানে চারটে ভেরিয়েন্টে উপলব্ধ। দাম ২.১৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
আশা করা হচ্ছে, বাইক দুটির আপডেটেড সংস্করণে ইঞ্জিন স্পেকসে কোনও বদল হবে না। উভয় মডেলে ৩৪৮ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা ২০.৭৮ হর্সপাওয়ার এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন করে৷ সঙ্গে রয়েছে পাঁচ-স্পিড গিয়ারবক্স। এদের জ্বালানি ট্যাঙ্ক ১৫ লিটারের৷
দুই বাইকেই ১৯-১৮ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল স্প্রিং এবং ডুয়াল-চ্যানেল ABS বর্তমান। বাইকের উভয় প্রান্তে উপস্থিত একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক। বৈশিষ্ট্যের দিক থেকে রয়েছে, ফুল-এলইডি লাইটিং, একটি সেমি-ডিজিটাল কনসোল, ব্লুটুথ সংযোগ, ট্র্যাকশন কন্ট্রোল এবং একটি মোবাইল চার্জিং পোর্ট।
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
This website uses cookies.