লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রাজ্যের কর্মচারীদের জন্য দারুণ খবর! নতুন DA বৃদ্ধির ঘোষণা করল নবান্ন

Published on:

পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের (WB State Employees) জন্য সুখবর। মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং দৈনিক মজুরির কর্মীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

১ এপ্রিল থেকে নতুন ডিএ কার্যকর হবে

১ এপ্রিল থেকে, রাজ্য সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের ১৮% হারে ডিএ পাবেন। এই বৃদ্ধি কেবল সরকারি কর্মচারীদের জন্যই নয়, নিম্নলিখিত ক্ষেত্রের কর্মীদের জন্যও প্রযোজ্য:

  • সরকার-অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান
  • আইনসভা
  • সরকারি সংস্থা
  • পঞ্চায়েত
  • পৌরসভা
  • স্থানীয় সংস্থা
READ MORE:  Aadhar Supervisor Recruitment 2025: মাধ্যমিক পাসে আধার অফিসে চাকরি, হবে বিপুল নিয়োগ, জারি বিজ্ঞপ্তি | CSC Aadhaar Supervisor Recruitment 2025

পেনশনার এবং পারিবারিক পেনশনভোগীরাও তাদের মূল পেনশনের উপর ১৮% ডিএ পাবেন।

পুরাতন বেতন স্কেলের অধীনে কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি

নবান্নের বিজ্ঞপ্তি অনুসারে:

  • পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের ডিএ ১৬১% থেকে বাড়িয়ে ১৭১% করা হবে।
  • ২০০৯ সালের ROPA আইন অনুযায়ী পেনশনভোগী পেনশনভোগীরাও ১৭১% ডিএ পাবেন।
  • এই সিদ্ধান্তের ফলে এই কর্মচারী এবং পেনশনভোগীদের কিছুটা আর্থিক স্বস্তি মিলবে।
READ MORE:  Bank Share: UCO সহ ৩ ব্যাঙ্ক নিয়ে চরম পদক্ষেপের পথে কেন্দ্র, দেশজুড়ে হইচই | UCO And 3 Banks Shares Selling By Central Government

দৈনিক শ্রমিকদের মজুরি বৃদ্ধি

ডিএ বৃদ্ধির পাশাপাশি, সরকার দৈনিক মজুরি শ্রমিকদের মজুরিও বৃদ্ধি করেছে। তাদের মজুরি দৈনিক ২২ টাকা বৃদ্ধি করা হবে এবং এটি ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

কেন্দ্রীয় সরকারের ডিএ-র সাথে তুলনা

এই ঘোষণার আগে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% ডিএ পাচ্ছিলেন, যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা অনেক কম পাচ্ছিলেন। কেন্দ্র এবং রাজ্যের ডিএ-র মধ্যে পার্থক্য ছিল ৩৯%। ডিএ-তে নতুন ৪% বৃদ্ধির ফলে, ব্যবধান এখন ৩৫% কমেছে।

READ MORE:  6th Pay Commission: দোলের আনন্দ দ্বিগুণ, ৩ বা ৪ নয়! একেবারে ৭% DA বৃদ্ধির ঘোষণা সরকারের, সঙ্গে মিলবে বকেয়াও | J&K Government Hikes 7% Dearness Allowance

তাই বলা বাহুল্য, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের উপকার করবে। তারই পাশাপাশি দৈনিক শ্রমিকদের মজুরি বৃদ্ধি তাঁদের ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায়ও সহায়তা করবে। তবে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ডিএ-র মধ্যে পার্থক্য এখনও রয়ে গিয়েছে, যা অনেক কর্মচারীর জন্য উদ্বেগের বিষয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.