রাজ্যের বাজেটে একধাক্কায় ৮% ডিএ বাড়ছে, দারুণ সুখবর দিল মমতা সরকার

আজ বিকেল ৪ টায় বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবে অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এই বাজেটকে কেন্দ্র করে কর্মচারী এবং সাধারণ মানুষ আশা করে বসে রয়েছে। বাজেটে একাধিক বড় চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

বাড়তে পারে মহার্ঘ ভাতা

বিশেষজ্ঞদের মতে, বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। একধাক্কায় ৭ থেকে ৮% পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ১৪% হারে ডিএ পায়। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, যা রাজ্যের তুলনায় ৩৯% বেশি।

READ MORE:  Gold And Silver Price Today: মধ্যবিত্তদের ফের বড় ঝটকা, আবারও বাড়ল সোনার দাম! নতুন রেটে আগুন | Gold And Silver New Rate

গত কয়েক বছরে পরপর ২ বার রাজ্যের বাজেটে ডিএ বৃদ্ধি করেছে মমতা ব্যানার্জি। ২০২৩ সালের বাজেটে ৩% এবং ২০২৪ সালের বাজেটে ৪% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এবারের বাজেটে আরো বেশি পরিমাণে ডিএ বৃদ্ধির আশায় বসে আছে সরকারি কর্মচারীরা।

ডিএ নিয়ে আন্দোলনের প্রেক্ষাপট

রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল। ষষ্ঠ পে কমিশনের আয়তায় থাকা রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় বেতন এবং ডিএ নিয়ে বিভিন্ন রকম অসন্তোষ প্রকাশ করেছেন। সেই অসন্তোষ থেকেই আজ বাজেটে নতুন পে কমিশনের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। 

READ MORE:  PGCIL Executive Recruitment 2025: শুরুতেই বেতন ৬০ হাজার টাকা, পাওয়ারগ্রিডে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন পদ্ধতি | Powergrid Recruitment 2025

অতীতের বাজেটে ডিএ বৃদ্ধির হার

  • ২০২৩ সালে ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল।
  • ২০২৪ সালে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। 
  • বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ পে কমিশনের আয়তায় থাকলেও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে তারা আন্দোলন অব্যাহত রাখছে।

কেন এই বাজেট গুরুত্বপূর্ণ?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা সরকারের এই বাজেট শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং রাজ্যের সরকারি কর্মীদেরও মন জয় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

READ MORE:  UPI New Rules: ১ ফেব্রুয়ারি থেকে এবার বড় পরিবর্তন আসছে UPI-এ, সমস্যায় পড়ার আগে জানুন | Unified Payments Interface New Rules

সবমিলিয়ে আজকের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় কোন সুখবর আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তবে ডিএ বৃদ্ধি বা নতুন পে কমিশনের ঘোষণা হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে বিকালের ঘোষণার জন্য। 

Scroll to Top