রাতারাতি ঝুলিয়ে দেওয়া হল তালা! ব্যান্ডেলে বন্ধ হল স্কুল, অন্ধকারে পড়ুয়াদের ভবিষ্যৎ
প্রীতি পোদ্দার, কলকাতা: এক সপ্তাহ আগেও পঠনপাঠন বেশ জোর কদমে চলছিল ব্যান্ডেলের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। বাচ্চাদের শোরগোল এবং শিক্ষক শিক্ষিকাদের পড়ানো সব মিলিয়ে পড়াশোনার পরিবেশ ছিল যথাযথ। কিন্তু হঠাৎ করেই বন্ধ হল স্কুল (School in Bandel)। ফলে বিপাকে পড়ল পড়ুয়ারা। টানা এক সপ্তাহ ধরে স্কুল গেটে ঝুলছে তালা! আর তাই নিয়ে এবার রাস্তায় বিক্ষোভে বসল অভিভাবক এবং প্রাক্তনীরা।
সূত্রের খবর, ব্যান্ডেল রেল স্টেশনের পাশে গত চার দশকেরও বেশি সময় ধরে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামে এই বেসরকারী স্কুল চলে আসছে। প্রথমে এই বিদ্যালয়টি ছিটে বেড়ার ঘর ছিল। কিন্তু তারপরেও এই বিদ্যালয় চলছিল। বেশ সুনামও রয়েছে এই স্কুলের। অনেক ছাত্র ছাত্রী এই স্কুল থেকে পড়ে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু হঠাৎ এই স্কুল বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ছাত্র ছাত্রীদের। ভবিষ্যৎ কী হবে তার দুশ্চিন্তায় এবার পথে নামল অভিভাবকেরা। তার সঙ্গে সঙ্গ দেন স্কুলের প্রাক্তনীরাও।
পড়ুয়াদের অভিভাবক ও প্রাক্তনীদের বিক্ষোভ পরিস্থিতি এমন এক পর্যায় চলে যায় যে, বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরাতে আরপিএফ। আচমকা বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া নিয়ে পড়ুয়াদের অভিভাবক ও প্রাক্তনীরা জানান যে, রেল-ই নাকি হঠাৎ করে স্কুল বন্ধ করে দিয়েছে। যার ফলে বাচ্চারা এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে। তাই সেটা যাতে না হয় তাই অভিভাবকদের দাবি বাচ্চাদের যেন ব্যান্ডেলে যে আরেকটি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে সেখানে এই বাচ্চাদের ভর্তি করা হোক। নাহলে এই স্কুলেরই একটি বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক।
এদিকে স্কুল বন্ধ নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস মুখ খোলেন। তিনি বলেন, “গত ২৫ তারিখে নোটিশ দিয়েছিল রেল। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। ডিআরএম এর সঙ্গেও দেখা করেছি। কিন্তু তাতে কোনো লাভ হল না।” পাল্টা দাবি পূর্বরেল এর। তারা জানিয়েছেন যে, রেলের জায়গায় এতদিন বেআইনি ভাবে দখল করেছিল এই বিদ্যালয়। তাই দখলদারীদের উচ্ছেদ করা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধ ভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, বেশ কয়েকদিন ধরে ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। এবং সেই কাজ বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে রেল। তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে। তাই রেল চত্বরে যেসকল জায়গাগুলো বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে সেগুলি উচ্ছেদ করা হচ্ছে আইনি ভাবে। এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে এই স্কুলটি। এর আগে কালনার শাসপুর রামকৃষ্ণ পল্লীর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার অবসরের পরেই বন্ধ হয়ে যায় পঠন পঠন। তার জেরে স্কুল খোলার দাবিতে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছিলেন পড়ুয়ারা।অবশেষে সেই স্কুল পুনরায় খুলতে চলেছে বলে জানা গিয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.