রাতারাতি বদলে গেল এই জনপ্রিয় ব্যাঙ্কের নাম, জানুন নতুন নাম কী হল

ভারতে ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর বদলেছে একাধিক ব্যাঙ্কের নাম। এবার প্রতিবেশী দেশ বাংলাদেশও হাঁটল একই পথে। সে দেশের ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেডের (Islami Bank Bangladesh Limited) নাম বদল করা হয়েছে। পুরনো নাম বদলে ব্যাঙ্কের নতুন নাম রাখা হয়েছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangladesh PLC)। গত বছর ২০২৩ সালের অগাস্ট মাসে বাংলাদেশ ব্যাঙ্কের প্রজ্ঞাপনে জানানো হয় এই তথ্য।

READ MORE:  মমতার চোখে চোখ রেখে বলেছিলেন কথা, সেই IPS-কে রাজ্যের কাছ থেকে চাইল কেন্দ্র সরকার

ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেডের নাম বদলে করা হয়েছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি। কোম্পানি দ্বিতীয় সংশোধনী আইন ২০২০ অনুযায়ী, কোনো ব্যাঙ্ক যদি পিএলসি শব্দগুচ্ছ ব্যবহার করতে চায় তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম এবং অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস পরিবর্তন করতে হবে। পাশাপাশি এর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক টিকে কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমতিও নিতে হবে।

উল্লেখ্য, সংশোধিত কোম্পানি আইন ১৯৯৪ মেনে চলার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পিএলসি শব্দগুলি ব্যবহার করছে। এই আইন সংশোধন করা হয়েছিল ২০২০ সালে। এবার ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেডও এই সংশোধিত আইন মেনেই পিএলসি শব্দ গুলি ব্যবহার করতে নাম বদলে হল ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি।

READ MORE:  দুই পরিবারই চলছিল বিয়ের কথাবার্তা, এই এপ্রিলেই ছিল বিয়ে, জম্মু-কাশ্মীরে আইইডি বিস্ফোরণে শহীদ সেনার ২ ক্যাপ্টেন

জানিয়ে রাখি, পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পিএলসি একটি পাবলিক কোম্পানি এবং এটি যুক্তরাষ্ট্রের পাবলিক ট্রেডেড কোম্পানির সমতুল্য। এটি ইনকর্পোরেটেড বা কর্পোরেশন পদবী বহন করে থাকে।

Scroll to Top