রাতে আর বাসের চিন্তা নেই! বাস পরিষেবায় বড় উদ্যোগ নিল এবার রাজ্য সরকার

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরের বাস যাত্রীদের জন্য এবার দারুণ সুখবর। কর্মব্যস্ত দিনের শেষে যখন ঘড়ির কাঁটা ৯টার ঘর পেরিয়ে যায় তখন বাসযাত্রীদের চিন্তা শুরু হয়। কারণ এই সময়ে সরকারি বাস তো দূর, কোন বেসরকারি বাসও সঠিকভাবে পাওয়া যায় না। বিশেষ করে অফিস ফেরত বা রাতের শিফটে কাজ করা মানুষদের জন্য এটি সবথেকে বড় একটি সমস্যা।

তবে এবার সেই দুশ্চিন্তার দিন শেষ করতে চলেছে রাজ্য। বাস পরিষেবায় রাজ্য এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। কলকাতা এবং শহরতলির গুরুত্বপূর্ণ রুটগুলিতে ‘লেট নাইট বাস পরিষেবা’ চালু করা হচ্ছে। অর্থাৎ, এবার রাত পৌনে এগারোটা পর্যন্ত শেষ বাস ছাড়বে। ফলে রাত বারোটা বা তার পরেও বাস পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ শহরে।

READ MORE:  Gold Price: হু হু করে কমছে দাম, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের পড়ল সোনার দর, রইল আজকের রেট | Today's Gold And Silver Price

কোন কোন রুটে মিলবে বাস?

রাজ্য পরিবহন দপ্তর জানিয়ে দিয়েছে, শহরের ২০টি গুরুত্বপূর্ণ রুটে লেট নাইট বাস পরিষেবা চালু করা হবে। এগুলির মধ্যে রয়েছে-

  • এসি ৫, এসি ১২ডি, এসি ২৪এ, এসি ৫০এ, এসি ৩৯
  • ই১, ইবি ১৪, এস ৭, এস ২৪, এস ৩এ
  • এস ৩০, এসি ৩৭, এস ১২ডি, এসি ৪৭, এস ১২
  • এসি ৫৪, এস ১০এ, এস ৩১, এস ২২, ই৩২

এই রুটগুলিতে বাস চলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। অর্থাৎ, অফিস ফেরত যাত্রীদের জন্য এটি একটি বড় সুবিধা হতে চলেছে।

শহরের কোন কোন জায়গায় সহজে মিলবে বাস?

এই লেট নাইট বাস পরিষেবায় বাসগুলি শহরের বেশ কিছু ব্যস্ত মোড় কভার করবে। যার মধ্যে রয়েছে এক্সাইড, টালিগঞ্জ মেট্রো, ধর্মতলা, উল্টোডাঙ্গা, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, শ্যামবাজার, ঠাকুরপুকুর, গিরিশ পার্ক, খিদিরপুর, সায়েন্সসিটি এবং পার্ক সার্কাস।

READ MORE:  লটারির টিকিট বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের জন্য বড় সুখবর, এবার আর সরকারকে ট্যাক্স দিতে হবে না

বেসরকারি বাসও নামবে রাস্তায়

শুধুমাত্র সরকারি বাস নয়, এই রুটগুলিতে বেসরকারি বাসগুলোও চলাচল করবে। ফলে যাত্রীদের এখন থেকে আরো অনেক সুবিধা হবে। এর আগেও কলকাতার নাইট বাস সার্ভিস চালু ছিল। তবে তা করানোর সময় বন্ধ করে দেওয়া হয়। এবার সেই পরিষেবা নতুনভাবে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

দূরপাল্লার বাস পরিষেবায় নতুন সংযোজন

শুধুমাত্র শহরের মধ্যেই নয়, এবার দূরপাল্লার রুটেও নতুন বাস পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। ৬টি নতুন বাস ইতিমধ্যেই কেনা হয়েছে, যার প্রতিটির আসন সংখ্যা ৪৩টি এবং প্রতিটি বাসের দাম ৭৫ লক্ষ টাকা। 

READ MORE:  চাকরির দরকার নেই, ঘরে বসে এই ব্যবসা করুন! মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা

পরিবহন নিগমের হাতে ৭০টি ভলভো বাস ইতিমধ্যে রয়েছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক বাস ডিপোতে পড়ে রয়েছে। সেগুলিও দ্রুত মেরামত করে পরিষেবায় নামানোর পরিকল্পনা করছে রাজ্য পরিবহন দপ্তর।

নিত্য যাত্রীদের জন্য সুখবর

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে নাইট শিফটে কাজ করা কর্মী, দোকান কর্মচারী বা ছাত্র ছাত্রী এবং অফিস ফেরত মানুষজনের দুশ্চিন্তা এখন থেকে অনেকটাই কমবে। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা রাতের ট্রেন বা ফ্লাইট ধরতে যান, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।