লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রাত পোহালেই লঞ্চ, বাজার কাঁপাতে আসছে Ola-র প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল

Updated on:

Ola Electric গত সপ্তাহে তাদের থার্ড জেনারেশন (Gen 3) বৈদ্যুতিক স্কুটার লঞ্চের পর, আগামীকাল ভারতে Roadster রেঞ্জের ইলেকট্রিক মোটরসাইকেল প্রকাশ করতে চলেছে। কোম্পানি অবশ্য গত বছরেই ই-বাইকগুলি লঞ্চ করেছিল৷ কিন্তু ডেলিভারি শুরু হয়নি। পরে জানানো হয়েছিল যে বাইকগুলি আসলে প্রি-প্রোডাকশন মডেল। প্রোডাকশন ভার্সন প্রস্তুত হলে তবেই আসল লঞ্চ হবে। আর সেই দিনটি আগামীকাল বলেই অনুমান করা হচ্ছে।

Ola Electric তাদের Roadster ইলেকট্রিক বাইক একাধিক ভ্যারিয়েন্ট ও ব্যাটারি অপশনে লঞ্চ করবে। গত বছর রোডস্টার মডেলটি ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার, এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে এসেছিল। দাম রাখা হয়েছিল যথাক্রমে ৭৪,৯৯৯ টাকা, ৮৪,৯৯৯ টাকা, এবং ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।

READ MORE:  Tesla-র গাড়ি খুব সস্তায় বিক্রি হবে দেশে? আমদানি শুল্ক 95% কমাচ্ছে মোদি সরকার

অন্যদিকে, Roadster প্রকাশ হয়েছিল ৩ কিলোওয়াট আওয়ার, ৪.৫ কিলোওয়াট আওয়ার, এবং ৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে। এদের দাম রাখা হয়েছিল যথাক্রমে ১.০৫ লক্ষ টাকা, ১.২০ লক্ষ টাকা, এবং ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে ওলা আগামীকাল প্রতিটি মডেলের দাম পরিবর্তন করবে বলে অনুমান করা হচ্ছে। তবে মূল্য এমন রাখা হবে যাতে পেট্রল চালিত মোটরসাইকেলগুলিকে টক্কর দিতে পারে।

READ MORE:  চোখের পলকে 'আউট অফ স্টক'! দেশজুড়ে ঝড় তুলছে Royal Enfield-এর এই বাইক

আরও পড়ুনঃ এখন থেকেই টাকা জমান, দমদার মাইলেজ দিতে ২০২৫ সালে লঞ্চ হবে তিনটি সেরা গাড়ি

উল্লেখ্য, ওলা রোডস্টার এক্স প্রি-প্রোডাকশন মডেলে মুভওএস ৫ দ্বারা চালিত ৪.৩-ইঞ্চি এলসিডি, ওলার ম্যাপস নেভিগেশন (টার্ন-বাই-টার্ন) উন্নত রিজেন, ক্রুজ কন্ট্রোল, একাধিক রাইডিং মোড, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ওটিএ আপডেট, ডিজিটাল কী আনলক এবং ওলা ইলেকট্রিক অ্যাপ কানেক্টিভিটির সুবিধা রয়েছে।

READ MORE:  মাসে ৩৫ লক্ষ টাকা ভাড়া! দিল্লি বা বেঙ্গালুরু নয়, এই শহরেই টেসলার প্রথম শোরুম | Tesla open India First Showroom in BKC Mumbai

আর ওলা রোডস্টার ইলেকট্রিক বাইকটি ৬.৮-ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, প্রক্সিমিটি আনলক, ক্রুজ কন্ট্রোল, পার্টি মোড এবং টেম্পার অ্যালার্টের মতো স্মার্ট ফিচার্স অফার করে৷ পাশাপাশি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত বৈশিষ্ট্য রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.