রাত পোহালেই লঞ্চ, বাজার কাঁপাতে আসছে Ola-র প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল
Ola Electric গত সপ্তাহে তাদের থার্ড জেনারেশন (Gen 3) বৈদ্যুতিক স্কুটার লঞ্চের পর, আগামীকাল ভারতে Roadster রেঞ্জের ইলেকট্রিক মোটরসাইকেল প্রকাশ করতে চলেছে। কোম্পানি অবশ্য গত বছরেই ই-বাইকগুলি লঞ্চ করেছিল৷ কিন্তু ডেলিভারি শুরু হয়নি। পরে জানানো হয়েছিল যে বাইকগুলি আসলে প্রি-প্রোডাকশন মডেল। প্রোডাকশন ভার্সন প্রস্তুত হলে তবেই আসল লঞ্চ হবে। আর সেই দিনটি আগামীকাল বলেই অনুমান করা হচ্ছে।
Ola Electric তাদের Roadster ইলেকট্রিক বাইক একাধিক ভ্যারিয়েন্ট ও ব্যাটারি অপশনে লঞ্চ করবে। গত বছর রোডস্টার মডেলটি ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ার, এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে এসেছিল। দাম রাখা হয়েছিল যথাক্রমে ৭৪,৯৯৯ টাকা, ৮৪,৯৯৯ টাকা, এবং ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।
অন্যদিকে, Roadster প্রকাশ হয়েছিল ৩ কিলোওয়াট আওয়ার, ৪.৫ কিলোওয়াট আওয়ার, এবং ৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে। এদের দাম রাখা হয়েছিল যথাক্রমে ১.০৫ লক্ষ টাকা, ১.২০ লক্ষ টাকা, এবং ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে ওলা আগামীকাল প্রতিটি মডেলের দাম পরিবর্তন করবে বলে অনুমান করা হচ্ছে। তবে মূল্য এমন রাখা হবে যাতে পেট্রল চালিত মোটরসাইকেলগুলিকে টক্কর দিতে পারে।
আরও পড়ুনঃ এখন থেকেই টাকা জমান, দমদার মাইলেজ দিতে ২০২৫ সালে লঞ্চ হবে তিনটি সেরা গাড়ি
উল্লেখ্য, ওলা রোডস্টার এক্স প্রি-প্রোডাকশন মডেলে মুভওএস ৫ দ্বারা চালিত ৪.৩-ইঞ্চি এলসিডি, ওলার ম্যাপস নেভিগেশন (টার্ন-বাই-টার্ন) উন্নত রিজেন, ক্রুজ কন্ট্রোল, একাধিক রাইডিং মোড, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ওটিএ আপডেট, ডিজিটাল কী আনলক এবং ওলা ইলেকট্রিক অ্যাপ কানেক্টিভিটির সুবিধা রয়েছে।
আর ওলা রোডস্টার ইলেকট্রিক বাইকটি ৬.৮-ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন, প্রক্সিমিটি আনলক, ক্রুজ কন্ট্রোল, পার্টি মোড এবং টেম্পার অ্যালার্টের মতো স্মার্ট ফিচার্স অফার করে৷ পাশাপাশি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত বৈশিষ্ট্য রয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.