Photo Credit – আমাজন
Samsung Galaxy M16 5G ও Galaxy M06 5G জল্পনার অবসান ঘটিয়ে এই সপ্তাহেই ভারতে লঞ্চ হচ্ছে। আমাজন ইন্ডিয়া এ দেশে ফোন দুটির লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। Galaxy M16 5G এবং Galaxy M06 5G গত বছরের Galaxy M15 ও Galaxy M05-এর উত্তরসূরী হিসাবে আসছে। M16 ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর অন্য মডেলটি সাশ্রয়ী মূল্যে ডুয়েল রিয়ার ক্যামেরা অফার করবে।
আমাজন স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ও গ্যালাক্সি এম০৬ ৫জি-এর লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। ফোন দুটি আগামীকাল, ২৭শে ফেব্রুয়ারি ও দুপুর ১২টায় উন্মোচন করা হবে। এর আগে একটি টিজারে ফোনগুলির পিছনের অংশের স্কেচ ডিজাইন দেখানো হয়েছিল। তার মধ্যে একটির ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকার ফলে স্মার্টফোনটি গ্যালাক্সি এম১৬ ৫জি বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বসূরী এম১৫ ৫জি ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি, ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা অফার করে। এটি ২০২৪ সালের এপ্রিলে ১২,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল, যা ৪ জিবি + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য।
অন্যদিকে, টিজারে প্রদর্শিত ডুয়াল ক্যামেরা যুক্ত ফোনটি গ্যালাক্সি এম০৬ ৫জি হওয়ার সম্ভাবনা। এটির পূর্বসূরী এম০৫ ফোনটিতে ৫০ মেগাপিক্সেল (মেইন) এবং একটি ২ মেগাপিক্সেল (ডেপ্থ) ক্যামেরা আছে। ডিভাইসটি গত বছরের সেপ্টেম্বরে ভারতে পদার্পণ করেছিল। ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৭,৯৯৯ টাকা ধার্য করা হয়েছিল। নতুন ফোন দুটির ফিচার্স এবার অফিসিয়ালি প্রকাশ হবে বলে ধরে নেওয়া যায়।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলেজ আইআইটি খড়গপুর…
বর্তমান সময়ে চাকরির বাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আর এই কারণেই অনেকেই নিরাপদ এবং লাভজনক…
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: গতকাল ছিল বসন্ত উৎসব। আকাশে বাতাসে মিশেছিল খুশির রং। গোটা এলাকা যখন…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল…
This website uses cookies.