রান্নার গ্যাসে এবার থেকে আর ভর্তুকি পাবে না এই মহিলারা, এই একটি ভুল করলেই শেষ
দিনের পর দিন যে হারে রান্নার গ্যাসের দাম বাড়ছে, তা সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যেখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ফ্রিতে ভর্তুকি (LPG Gas Subsidy) দেয়, সেখানে অনেকেই ভর্তুকি থেকে বঞ্চিত হচ্ছেন। তবে আপনার ক্ষেত্রেও যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হল একটি কেন্দ্র সরকারের চালু করা প্রকল্প, যার আওতায় আর্থিকভাবে দুর্বল মহিলাদেরকে রান্নার গ্যাস ব্যবহার করার জন্য প্রতি মাসে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। এই প্রকল্পে সরকারের তরফ থেকে বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডার নেওয়া যায়।
সম্প্রতি অভিযোগ সামনে আসছে, প্রকল্পে নাম নথিভুক্ত থাকার পরেও অনেকে ভর্তুকির টাকা পাচ্ছেন না। আর এর প্রধান কারণগুলি হল ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা না দেওয়া এবং আধার কার্ড সংশ্লিষ্ট এলপিজি আইডির সঙ্গে যুক্ত না করা।
আপনার অ্যাকাউন্টে ভর্তুকির টাকা জমা পরছে কিনা, তা জানতে হলে খুব সহজ একটি উপায় রয়েছে। শুধুমাত্র পোর্টালে গিয়ে আপনার ১৭ সংখ্যার এলপিজি আইডি একবার ইনপুট করে দেখে নিতে পারেন। যদি আপনি ভর্তুকি পান, তাহলে আপনার রেজিস্টার মোবাইলের নাম্বারে ভর্তুকি জমা দেওয়ার সমস্ত তথ্য মেসেজ আকারে চলে আসবে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে কেন্দ্রীয় সরকারি কেওয়াইসি বাধ্যতামূলক করে দিয়েছে এলপিজি গ্রাহকদের জন্য। কিন্তু এখনো এই প্রক্রিয়া অনেকেই শেষ করেনি। ফলে অনেকেই ভর্তুকির টাকা পাচ্ছে না। সরকার সাফ জানিয়ে দিয়েছে, ই-কেওয়াইসি প্রক্রিয়া শেষ হওয়ার পরই সবাই ভর্তুকির টাকা পাবেন।
তাই রান্নার গ্যাসের ভর্তুকি পেতে হলে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। আপনার যদি মনে হয়, আপনি ভর্তুকির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, তাহলে সরকারি সুবিধা পেতে আর দেরি না করে ই-কেওয়াইসি সম্পন্ন করুন। কারণ আপনার প্রাপ্য সুবিধা আপনি না পেলে ক্ষতিটা আপনারই হবে।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.