রাফালের গতি ও R-37M এর আক্রমণ, ভারতে ঘাতক অস্ত্র তৈরির প্রস্তাব দিল বন্ধু রাশিয়া

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব রাজনীতিতে ভারত-রাশিয়াই দীর্ঘমেয়াদী বন্ধুত্ব্বের রেকর্ড গড়েছে। এবার সেই মিত্র দেশই ভারতকে ধ্বংসাত্মক R-37M ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাব দিল। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট মারফত খবর, আমেরিকার চোখ রাঙানিকে উড়িয়ে ভারতের সাথে বাণিজ্য বৃদ্ধির পর এবার দিল্লিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাব দিল মস্কো।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

রাশিয়ার প্রস্তাবে ঘুম উড়েছে আমেরিকার!

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে প্রচুর পরিমাণ ছাড়ে তেল কিনতে শুরু করে ভারত। যদিও আমেরিকার তরফে বারংবার নরমে-গরমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তবে তা মানেনি ভারত। বরং পুতিনের সাথে ক্রমশ নিজেদের বাণিজ্যিক সম্পর্ক মজবুত করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এবার সেই সূত্র ধরেই ভারতকে উচ্চশক্তি সম্পন্ন ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র R-37M তৈরির আহ্বান জানিয়েছে রাশিয়া। যা আমেরিকার কাছে কার্যত হুমকিস্বরূপ। আমেরিকা যেখানে বারংবার অস্ত্র কেনার জন্য ভারতের ওপর চাপ বৃদ্ধি করে চলেছে সেই পর্বে দাঁড়িয়ে রাশিয়ার মদতে ভারতে উচ্চশক্তি সম্পন্ন মিসাইল তৈরি হলে যথেষ্ট চাপ বাড়বে আমেরিকার।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ব্রহ্মোস বিক্রি নিয়েও চলেছে আলোচনা

সম্প্রতি রাশিয়ার অস্ত্র সংস্থা রোসোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, ভারতের সাথে শুধুমাত্র উচ্চ শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি নিয়েই কথা বলেনি মস্কো, সেই সাথে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নতির পাশাপাশি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মতো ক্ষেপণাস্ত্র উৎপাদনের পর তা তৃতীয় কোন দেশের কাছে বিক্রি করা যায়, তা নিয়েও ভারতের সাথে গভীর আলোচনা চলেছে রাশিয়ার।

READ MORE:  Recharge Plan: নির্ঝঞ্ঝাট এক বছর চলবে SIM! কোটি গ্রাহকদের সুখবর শোনাল Airtel | Bharti Airtel One Year Plan

R-73E ক্ষেপণাস্ত্র তৈরি করবে আদানি?

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস দেশিয় পদ্ধতিতে স্থানীয়ভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল R-73E উৎপাদন করবে বলেই খবর। যদিও গৌতম সংস্থা আদানি ডিফেন্সের তরফে এ প্রসঙ্গে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। সংস্থাটির ওয়েবসাইটেও এ বিষয়ে কোনও রকম তথ্য উপস্থাপিত হয়নি।

READ MORE:  Champions Trophy 2025: কিউইদের ম্যাচ নিয়ে চিন্তায় ভারত! সেমিতে কোন দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া? | Which Team Will Team India Face In The Semi-finals?

রাশিয়ার প্রস্তাবিত R-37M ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য

মস্কোর তরফে দিল্লিকে যে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে সেই R-37M মিসাইলটি ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ন্যাটোর তরফে এই ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে AA-13 Axehead। সূত্র অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি যুদ্ধবিমান, AWACS, ট্যাঙ্কার বিমান এবং শত্রুপক্ষের যুদ্ধবিমানের মতো উচ্চ-মূল্যবান আকাশ যান গুলিকে লক্ষ্যবস্তু বানিয়ে তৎক্ষণাৎ মাটিতে নামিয়ে আনতে পারে। রিপোর্ট বলছে, এটি মূলত দূরপাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

R-73E ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব

জানা যাচ্ছে, R-73E ক্ষেপণাস্ত্রটি মূলত একটি বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (BVR) ক্ষেপণাস্ত্র। এই মিসাইলটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি লক্ষ্যবস্তুকে ট্র্যাক না করেই সরাসরি দূর আকাশে আঘাত হানতে পারে। মূলত এই কারণেই এটি ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রের রূপ নিয়েছে। বলে রাখি, এই R-73E ক্ষেপণাস্ত্রটি 300 থেকে 400 কিলোমিটার রেঞ্জের লক্ষ্যবস্তুকে সরাসরি নিশানায় এনে আঘাত হানতে সক্ষম। রিপোর্ট বলছে, এই হাইপারসনিক মিসাইলটির গতি মূলত ম্যাক 6 অর্থাৎ শব্দের ছয় গুন। জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি বিপুল পরিমাণ বারুদ নিয়ে আকাশে উড়তে সক্ষম।

অবশ্যই পড়ুন: ভারতের মন্তব্যে ক্ষেপে লাল বাংলাদেশ! উচিৎ, অনুচিত নিয়ে জ্ঞান ইউনূস সরকারের

রাশিয়ার প্রস্তাবে চাপে পড়বে ফ্রান্সও?

R-73E ক্ষেপণাস্ত্রটির বেশ কয়েকটি সাব মডেল বা রূপ তৈরি করেছে রাশিয়া। সূত্র বলছে, R-73M, R-74, RVV-MD, K-74M এবং K-74M2 এর মতো মিসাইল গুলি R-73E-এরই অংশ। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, ভারতের উদ্দেশ্যে R-37M ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র তৈরি নিয়ে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে তা চাপ বাড়াতে পারে ফ্রান্সের।

READ MORE:  Ola Electric: 320Km রেঞ্জ, দাম ৮০ হাজারেরও কম, নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে তাক লাগাল Ola | Ola Launches New Electric Scooter

কেন? সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কিনেছে ভারত। মিত্র দেশের সাথে রাফায়েল নিয়ে দীর্ঘ চুক্তি শেষ করেছে মোদি সরকার। আর সেই ভিত্তিতেই দেশে এসে পৌঁছেছিল রাফায়েল। তবে নয়া ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে ভারতের কাছে রাশিয়ারই নয়া প্রস্তাব স্বল্প হলেও ফ্রান্সের চিন্তা বাড়াবে।

Scroll to Top