রামনবমী উপলক্ষে পুলিশ কর্মীদের ছুটি বাতিল, নবান্নের বিশেষ নির্দেশিকা
রামনবমীর আবহে আইনশৃঙ্খলা বজায় রাখতে নবান্ন (Nabanna) থেকে পুলিশ কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা প্রকাশের পর চমকে গেছেন অনেকেই। সরকার ও বিভিন্ন মহলের আশঙ্কা, রামনবমীকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে পারে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। আর তাই আজ থেকে রাজ্যের সব পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, **২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশ কর্মীরা কোনো ছুটি পাবেন না।** অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশ জারি করেছেন। রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে যে, এই নির্দিষ্ট সময়ে **কোনো ছুটি মঞ্জুর করা যাবে না।** তবে চূড়ান্ত জরুরি বা বিশেষ প্রয়োজনে ছুটির আবেদন বিবেচনা করা হতে পারে।
ইতিমধ্যেই বাংলার পুলিশ রামনবমীতে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কায় সতর্কতা জারি করেছে। এ নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম ও অতিরিক্ত ডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকার জানিয়েছেন, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। রামনবমী উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্র চলছে।’
পুলিশ সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে। সুপ্রতিম সরকার জানিয়েছেন, ‘কেউ যেন গুজবে কান না দেন। এলাকায় কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।’ মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকার ফলে পুলিশ বাহিনী আরও সক্রিয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বমহিমায় হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) শেষ টি-টোয়েন্টি…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোনামে উঠে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । কেন্দ্রীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: টানা মূল্যবৃদ্ধির পর নবরাত্রির পঞ্চম দিনে অবশেষে সোনার দামে কিছুটা পতন দেখা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল এক দারুণ সুখবর। এবার শহরের…
ভারতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে প্যান কার্ডের ভূমিকা অপরিসীম। বড় মাপের আর্থিক লেনদেন…
This website uses cookies.