রিলস ও সেলফির জন্য সেরা ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার ফোন, Realme, Vivo আছে লিস্টে
রিলস এবং সেলফির জনপ্রিয়তা বাড়ায় অনেকেই এখন ভালো ফ্রন্ট ক্যামেরার ফোন কিনতে চাইছে। এই কারণে ব্র্যান্ডগুলি বাজারে অনবদ্য সেলফি ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করছে। এমত পরিস্থিতিতে আপনি যদি নিজেও দুর্দান্ত সেলফি ক্যামেরার কোনো ফোন খোঁজ করে থাকেন, তাহলে আমরা সেরা কয়েকটি ডিভাইস সম্পর্কে জানাতে চলেছি। এখানে আমরা ভারতীয় বাজারে উপলব্ধ ৩২ মেগাপিক্সেল এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার কিছু সেরা ডিভাইসের সম্পর্কে বলবো। এই লিস্টে Honor, Motorola, HMD, Realme এবং Vivo-র মতো কোম্পানির ফোন অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে সবচেয়ে সস্তা ফোনের দাম ১২,৫০০ টাকারও কম।
রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজন ইন্ডিয়ায় ২৬,৯৯৯ টাকা। এতে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। অন্যদিকে, ডিভাইসের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা উপস্থিত। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এবং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরে কাজ করে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এইচএমডি ক্রেস্ট ৫জি এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় ১২৩২৪ টাকায় পাওয়া যাচ্ছে। সেলফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এতে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার এআই ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি+ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলা এজ ৫০ ফিউশন এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ১৯,৯৯৯ টাকা। মোটোরোলার এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরার সঙ্গে ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে ৬.৭ ইঞ্চি। ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভিভো টি৩ আল্ট্রা এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে ৩১,৯৯৯ টাকা। এর সেলফি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। অন্যদিকে, এই ডিভাইসের রিয়ার প্যানেলে অরালাইট সহ দুটি ক্যামেরা আছে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সের সাথে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। ফোনে দেওয়া হয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৯২০০+ চিপসেট ব্যবহার করা হয়েছে।
অ্যামাজনে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬,৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর ফোনের পিছনে LED ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা বর্তমান। এর মধ্যে দুটি ৫০ মেগাপিক্সেল এবং একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। ডিভাইসের সামনে ৬.৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। তবে অনেক মানুষ এসব সুবিধার বিষয়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ধ্বংস করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Bharti Airtel এবার তাদের গ্রাহকদের জন্য সেরা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ভারত সহ…
গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Case) মামলায়…
শ্বেতা মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর। বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেল কবে থেকে বাংলায়…
This website uses cookies.