লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রেডমির নয়া চমক সস্তায়, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ করল দুর্দান্ত ফোন | Redmi 13x Launched

Published on:

ঢাকঢোল না পিটিয়ে ফের একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করল শাওমি। নতুন মডেলটির নাম Redmi 13X। ফোনটিতে FHD+ ডিসপ্লে, IP63 ওয়াটার রেজিট্যান্স, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Helio G91 Ultra প্রসেসর এবং ৫,০৩০ এমএএইচ ব্যাটারির মতো বৈশিষ্ট্য রয়েছে। এটি Android 14 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে হাইপারওএস অপারেটিং সিস্টেমে রান করে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

READ MORE:  এপ্রিলে বিশাল সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে Redmi, আসছে 7,550mAh ব্যাটারির দুর্দান্ত ফোন

Redmi 13x: স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি ১৩এক্স এর সামনের দিকে ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেটে চলে এই ফোন। সর্বাধিক ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ। ফোনটি আইপি৫৩ রেটেড জল-প্রতিরোধী চ্যাসিস সহ এসেছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে। সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিন রয়েছে।

READ MORE:  কম দামে আকর্ষণীয় ফিচার, লঞ্চ হল Samsung Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26

ফটোগ্রাফির জন্য, রেডমি ১৩এক্স এর পিছনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, হ্যান্ডসেটটি ৫,০৩০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  মাত্র ৩৫২ টাকা, পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ Redmi 14C 5G, ফোনের সাথে চমৎকার EMI প্ল্যান

Redmi 13x: মূল্য এবং লভ্যতা

এই মুহূর্তে রেডমি ১৩এক্স ভিয়েতনামে লঞ্চ হয়েছে। সেখানে ডিভাইসটির প্রারম্ভিক দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৬০০ টাকা। এটি ভারতীয় বাজারে আসবে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.