লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রেডমি ফোনকে টেক্কা দিতে Oppo K13 Pro, K13 ও K13x বাজারে এন্ট্রি নিচ্ছে, থাকবে 7000mAh ব্যাটারি

Published on:

Oppo K13 সিরিজ শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ফোন আসবে, যেমন – Oppo K13, Oppo K13 Pro এবং Oppo K13x। যদিও এদের লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে একজন টিপস্টার মারফত এদের স্পেসিফিকেশন চীনা মাইক্রো ব্লগিং সাইট উইবোতে শেয়ার করা হয়েছে। অসুন এদের সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল দেখে নেওয়া যাক।

READ MORE:  Realme C75 থেকে Infinix Note 50x 5G, মার্চ মাসের শেষ‌ সপ্তাহে লঞ্চ হচ্ছে এই ধামাকা ফোনগুলি | Top Upcoming Smartphones in India in March 2025

Oppo K13 Pro, K13 ও K13x এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার এক্সপেরিয়েন্স মোর উইবোতে ওপ্পো কে১৩এক্স, কে১৩ ও কে১৩ প্রো এর ফিচার শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, কে১৩এক্স মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর থাকবে। ডিভাইসটি হাই রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। এতে বিশাল বড় অর্থাৎ ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  স্যামসাং গ্যালাক্সি এস২৫ নাকি ভিভো এক্স২০০ ফোন সেরা

ফটোগ্রাফির জন্য ওপ্পো কে১৩এক্স মডেলে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যেতে পারে। এটি আইআর ব্লাস্টার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসবে। ফোনটি ৮.৪৫মিমি পুরু হবে এবং ওজন হবে ২০৮ গ্রাম।

অন্যদিকে Oppo K13 ও K13 Pro মডেলে পারফরম্যান্সের জন্য যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে। টিপস্টার আরও বলেছেন, উভয় হ্যান্ডসেট Redmi Turbo 4 এবং iQOO Z10 Turbo এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

READ MORE:  আইফোনকে নকল ওয়ানপ্লাসের, আসছে নতুন “ম্যাজিক কিউব কি” ফিচার

এদিকে Oppo K13, Oppo K13 Pro এবং Oppo K13x শীঘ্রই চীনে লঞ্চ হতে চললেও, এগুলি গ্লোবাল মার্কেটে কবে আসবে তা এখনও জানা যায়নি। সম্ভবত ডিভাইসগুলি অন্য নামে বিশ্ব বাজারে পা রাখবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.