রেডি রাখুন মোবাইল, ফিরছে Free Fire India, বড় ইঙ্গিত দিল কোম্পানি

দেশে একসময় বিশাল জনপ্রিয় হয়ে উঠেছিল ব্যাটল রয়্যাল গেম Garena Free Fire। কিন্তু, ২০২২ সালে গেমটি নিষিদ্ধ করে সরকার। নিষিদ্ধ হওয়ার আগে গেমটির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে সক্রিয় ইউজার সংখ্যা স্পর্শ করেছিল এক কোটি। এবার শোনা যাচ্ছে, Free Fire India নামে গেমটি ফিরতে চলেছে শীঘ্রই। যদিও, গেমটির ম্যাক্স ভার্সন এখনও প্লে স্টোরে উপলব্ধ। এই গেমের ডেভেলপার কোম্পানি গ্যারেনা পুনরায় দেশে ফেরার ইঙ্গির দিয়েছে।

READ MORE:  Free Fire Max OB48 রেজিস্ট্রেশন করার তারিখ ঘোষণা হল, বিনামূল্যে ডায়মন্ড জেতার সুযোগ

Free Fire India গেমের রিলঞ্চ ভারতে

২০২৩ সালে কোম্পানি জানায়, তারা গেমটি পুনরায় লঞ্চ করতে ইচ্ছুক। তবে সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়। নতুন নাম ফ্রি ফায়ার ইন্ডিয়া দিয়ে এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানি। যদিও প্রযুক্তিগত কারণে তা বাধা পায় এবং লঞ্চ প্রক্রিয়া পিছিয়ে যায়। তার মাঝে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জোট বাঁধে গ্যারেনা। আরও বেশ কিছু বিখ্যাত খেলোয়াড়কে নিয়ে প্রচারমূলক ভিডিয়ো প্রকাশ করা হয়।

READ MORE:  ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে দেশজুড়ে বদলে যাচ্ছে UPI, ব্যাংক সহ এই নিয়মগুলো

Free Fire Max হতে পারে Free Fire India

Free Fire Max গেমটি এখনও উপলব্ধ। সেখানে একটি লেখা ভেসে আসছে Free Fire India। অর্থাৎ, যার ইঙ্গিত হতে পারে গেমটি এই নামে পুনরায় ফিরতে পারে। এই পপ-আপ অনেকেই লক্ষ্য করেছেন। যে কারণে গেমটি নিয়ে উৎসাহ বাড়ছে। নতুন গ্রাফিক্স ও বেশ কিছু পরিবর্তন-সহ আত্মপ্রকাশ করতে পারে ফ্রি ফায়ার ইন্ডিয়া।

READ MORE:  Dor Play: এক অ্যাপেই দেখতে পাবেন ২৪টি OTT অ্যাপ ও ৩০০টি টিভি চ্যানেল, এক্ষুনি ডাউনলোড করুন

ভারতের গেমিং ইকোসিস্টেমকে উপেক্ষা করার কোনও জায়গা নেই। সেটা ভালো করেই জানে গেমিং কোম্পানিগুলি। Pubg নিষিদ্ধ হওয়ার পর Krafton ও পুনরায় নতুন রূপে ফিরেছিল। আশা করা হচ্ছে, গ্যারেনাও সেই ধারা বজায় রেখে বাজারে প্রত্যাবর্তন করবে। যদিও কোন তারিখে গেমটি রিলঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top