রেশনের গম খেয়ে রাতারাতি টাক হয়ে যাচ্ছে বাচ্ছা থেকে বয়স্ক সবাই! এখনই সাবধান হন

খাবার খেয়ে সুস্থ থাকার কথা। অথচ রাজ্যের একাধিক গ্রামে ঘটে চলেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। সরকারি রেশনের গুম খাওয়ার পর হঠাৎ করে একাধিক মানুষ তাদের মাথার চুল হারিয়ে ফেলছেন। রাতারাতি নাকি মাথা টাক হয়ে যাচ্ছে।

আর এই নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গ্রামের পর গ্রাম জুড়ে মানুষের মনে ভয় সঞ্চার হয়েছে। কীভাবে ঘটছে এমন ঘটনা? সত্যিই কি রেশনের গম এর জন্য দায়ী? আসন জেনে নিই পুরো বিষয়টি।

আসল ঘটনাটি কী?

সম্প্রতি মহারাষ্ট্রের বুলধানায় বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে বহু মানুষের চুল পড়তে শুরু করে। এক বা দুইদিন নয়, মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই অনেকের মাথা পুরোপুরি টাক হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তরুণ-তরুণীরা। বিশেষ করে কলেজের পড়ুয়ারা।

READ MORE:  গ্রাহকদের জন্যে সুখবর, রেশন নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্য সরকার

কেউ কেউ মাথার চুল হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। আবার কেউ টিপ্পনির হাত থেকে বাঁচতে চুল পুরোপুরি কামিয়ে ফেলেছেন। এমন ঘটনা ঘটেছে যেখানে মেয়েদের বিয়ে পর্যন্ত ভেঙে গেছে। সমাজের অবহেলা এবং মানসিক যন্ত্রনার মুখে পড়ছে বহু মানুষ।

চিকিৎসকদের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

এই ঘটনার পর চিকিৎসক এবং বিশেষজ্ঞরা এই নিয়ে তদন্ত শুরু করেন। রায়গড়ের বাওয়াস্কর হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের এমডি ডঃ হিম্মতরাও বাওয়াস্কর পরীক্ষা করে জানান, সমস্যার মূল কারণ হল সেলেনিয়াম (Selenium) নামক একটি রাসায়নিক।

পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা সরকারের রেশনের গম থেকে এই সমস্যার সূত্রপাত। পরীক্ষায় দেখা যাচ্ছে, সাধারণের চেয়ে প্রায় ৬০০ গুন বেশি সেলেনিয়াম এই গমে রয়েছে, যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। 

READ MORE:  সব শিক্ষকের ছুটি বাতিল করল রাজ্য সরকার, এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা

সেলেনিয়ামের বিষাক্ত প্রভাব

সাধারণ মাত্রায়  সেলেনিয়াম (Selenium) শরীরের জন্য উপকারী। কিন্তু অতিরিক্ত মাত্রায় এটি শরীরে বিষের মতো কাজ করে। চিকিৎসকদের মতে অতিরিক্ত সেলেনিয়াম (Selenium) এর কারণে মানুষের শরীরে দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা। শুধু চুল পড়ায় নয়, আক্রান্তদের মাথাব্যথা, জ্বর, বমি, চুলকানি, ডায়রিয়ার মত সমস্যাও দেখা যাচ্ছে। 

১৮টি গ্রামের ২৭৯ জন আক্রান্ত 

২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে বুলধানায় ১৮টি গ্রামে মোট ২৭৯ জনের এই সমস্যা দেখা গিয়েছে। এটি শুধুমাত্র সাধারণ চুল পড়া নয়, বরং একেবারে ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি করছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই অজানা রোগ। যা নিয়ে চিন্তিত প্রশাসন থেকে শুরু করে উপর মহলের সমস্ত মানুষ। 

READ MORE:  Amul Curd Pland: বিশ্বের বৃহত্তম দই কারখানা কলকাতায়, ৬০০ কোটি বিনিয়োগ আমূলের, হবে প্রচুর চাকরি | Amul Announce 600 Crore Investment In Kolkata

সরকারি রেশনের মান নিয়ে উঠছে প্রশ্ন

বুলধানা মূলত খরা প্রবন একটি এলাকা, যেখানে বহু মানুষ খাদ্যের জন্য সরকারি রেশনের উপর নির্ভরশীল। কিন্তু নিম্নমানের গমের কারণে গ্রামবাসীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই অভিযোগ করছেন যে, রেশন সামগ্রীর মান নিয়ন্ত্রণের দিকে সরকার নজর দিচ্ছে না। যার ফলে এরকম ঘটনা ঘটছে।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই সরকার জরুরী পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় বিতরণ হওয়া গম পরীক্ষা শুরু করেছে এবং বিতরণ আপাতত বন্ধ রেখে দিয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের ওই গম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সেজন্য সরকারের উচিত সামগ্রীর গুণমান নিয়ন্ত্রণ করা।

Scroll to Top