রেশন কার্ডধারীদের জন্য জরুরী নির্দেশ, এই কাজ না করলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে

রেশন কার্ডধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সম্প্রতি জানানো হয়েছে আগামী ১৫ই জানুয়ারি, ২০২৫ এর মধ্যে e-KYC সম্পন্ন করা বাধ্যতামূলক। এই সময়সীমার মধ্যে যদি e-KYC না করা হয়, তাহলে রেশন কার্ড অকার্যকর হয়ে যেতে পারে এবং বিনামূল্যে রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে।

e-KYC কী এবং কেন জরুরী? 

e-KYC হল একটি ডিজিটাল পরিচয় যাচাই প্রক্রিয়া, যা আধার কার্ডের মাধ্যমে করা হয়ে থাকে। এটি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ নিশ্চিত করে এবং জালিয়াতি রোধ করে। e-KYC এর মাধ্যমে সরকার নিশ্চিত হতে চাইয় যে, প্রকৃত উপভোক্তারা রেশনের সুবিধা নিচ্ছে কিনা। 

READ MORE:  IDBI Junior Assistant Manager Recruitment 2025: স্নাতক ডিগ্রিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি, ৬৫০ শূন্যপদে নিয়োগ করছে IDBI ব্যাঙ্ক | IDBI Bank Recruitment

কীভাবে করবেন রেশন কার্ডের e-KYC?

আপনার মোবাইল থেকে খুব সহজেই Mera Ration 2.0 অ্যাপ ব্যবহার করে e-KYC সম্পন্ন করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • গুগল প্লে-স্টোরে গিয়ে Mera Ration 2.0 অ্যাপ ডাউনলোড করুন। 
  • অ্যাপ ইন্সটল করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন।
  • এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচ্যা কোড পূরণ করে মোবাইলে আসা ওটিপি ইনপুট করুন।
  • ‘পরিবারের বিবরণ পরিচালনা করুন’ অপশনটি সিলেক্ট করুন।
  • প্রয়োজনীয় আধার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দিন এবং e-KYC সম্পন্ন করুন।
  • সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট অপশনে ক্লিক করুন।
READ MORE:  Business Idea: সবারই প্রয়োজন, মাত্র ২০ হাজারে শুরু করুন সবথেকে চাহিদার ব্যবসা! মাসে আয় হবে ১ লাখ | Business Idea to make Rs 1.5 Lakh every month with Rs 20000 Investment

কেন জরুরী e-KYC?

প্রতিটি উপভোক্তাকে সরকার বারবার e-KYC করার পরামর্শ দিয়েছে। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। সেগুলি হল-

  • রেশন কার্ড বৈধ রাখার জন্য e-KYC অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • বিনামূল্যে রেশনের সুবিধা চালু রাখতে e-KYC করা বাধ্যতামূলক।
  • জালিয়াতি রোধ এবং প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করতে e-KYC করতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

বিভিন্ন রাজ্যের জন্য আলাদা সময় সীমা

উত্তরপ্রদেশে ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত e-KYC সম্পন্ন করার সময় দেওয়া হয়েছে। তবে অন্য রাজ্যগুলির ক্ষেত্রে e-KYC এর সময়সীমা ভিন্ন হতে পারে। তাই আপনার রাজ্যের সরকারি নির্দেশিকা অনুসরণ করুন এবং সময়সীমার মধ্যে e-KYC সম্পন্ন করুন।

READ MORE:  মাত্র ১০০ টাকার কম দামে আনলিমিটেড ডেটা দিচ্ছে এয়ারটেল, সেরা ৩টি প্ল্যান

যে সমস্ত রেশন কার্ডধারীরা এখনো e-KYC করেননি তারা অবিলম্বে e-KYC করুন। কারণ সময় সীমা পার হয়ে গেলে রেশন কার্ড ব্লক হয়ে যেতে পারে এবং বিনামূল্যে রেশনের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।

Scroll to Top