রেশন কার্ডধারীদের জন্য জরুরী নির্দেশ, এই কাজ না করলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে
রেশন কার্ডধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সম্প্রতি জানানো হয়েছে আগামী ১৫ই জানুয়ারি, ২০২৫ এর মধ্যে e-KYC সম্পন্ন করা বাধ্যতামূলক। এই সময়সীমার মধ্যে যদি e-KYC না করা হয়, তাহলে রেশন কার্ড অকার্যকর হয়ে যেতে পারে এবং বিনামূল্যে রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে।
e-KYC হল একটি ডিজিটাল পরিচয় যাচাই প্রক্রিয়া, যা আধার কার্ডের মাধ্যমে করা হয়ে থাকে। এটি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ নিশ্চিত করে এবং জালিয়াতি রোধ করে। e-KYC এর মাধ্যমে সরকার নিশ্চিত হতে চাইয় যে, প্রকৃত উপভোক্তারা রেশনের সুবিধা নিচ্ছে কিনা।
আপনার মোবাইল থেকে খুব সহজেই Mera Ration 2.0 অ্যাপ ব্যবহার করে e-KYC সম্পন্ন করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-
প্রতিটি উপভোক্তাকে সরকার বারবার e-KYC করার পরামর্শ দিয়েছে। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। সেগুলি হল-
উত্তরপ্রদেশে ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত e-KYC সম্পন্ন করার সময় দেওয়া হয়েছে। তবে অন্য রাজ্যগুলির ক্ষেত্রে e-KYC এর সময়সীমা ভিন্ন হতে পারে। তাই আপনার রাজ্যের সরকারি নির্দেশিকা অনুসরণ করুন এবং সময়সীমার মধ্যে e-KYC সম্পন্ন করুন।
যে সমস্ত রেশন কার্ডধারীরা এখনো e-KYC করেননি তারা অবিলম্বে e-KYC করুন। কারণ সময় সীমা পার হয়ে গেলে রেশন কার্ড ব্লক হয়ে যেতে পারে এবং বিনামূল্যে রেশনের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.