রেশন কার্ড থাকলেই আর মিলবে না রেশন! দেখে নিন নতুন নিয়ম

রেশন কার্ড (Ration Card) থাকলেই এবার থেকে রেশন পাওয়া যাবে না। এবার থেকে লাগবে আয়ের প্রমাণ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ধনী মানুষরা এবার থেকে আর বিনামূল্যে রেশন পাবেন না। খুব শীঘ্রই রেশন কার্ড যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং আয়কর বিভাগ নির্ধারণ করে দেবে যে, কারা এই সুবিধার যোগ্য। 

এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ব্যক্তিরা যেন রেশন তালিকা থেকে বাদ পড়ে। তাহলে কি এবার রেশন কার্ড বাতিল হয়ে যাবে? কীভাবে যাচাই করা সম্ভব হবে? চলুন বিস্তারিত জেনে নিই।

কেন এই পদক্ষেপ নিচ্ছে সরকার?

দেশ জুড়ে করোনা মহামারির পর দরিদ্র শ্রেণীর মানুষের জন্য চালু করা হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এই প্রকল্পে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চাল গম বিতরণ করা হয়।

READ MORE:  LPG সিলিন্ডারের দাম থেকে UPI পরিষেবা, ১লা মার্চ থেকে হচ্ছে ৮টি গুরুত্বপূর্ণ পরিবর্তন

কিন্তু কেন্দ্র সরকার মনে করছে যে, অনেক ধনী মানুষ এই সুবিধা গ্রহণ করছে, যা প্রকৃত দরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্যের পরিমাণ আরো কমিয়ে দিচ্ছে। তাই এবার থেকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যাতে শুধুমাত্র প্রকৃত দরিদ্ররাই এই প্রকল্পের সুবিধা পান। 

কারা কারা রেশনের সুবিধা পাবেন না?

সরকারের এই নতুন নীতি বলা রয়েছে-

  • যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি, তারা বিনামূল্যে রেশনের সুবিধা উপভোগ করতে পারবে না।
  • যারা আয়কর প্রদান করে, তাদের জন্য রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। 
  • যাদের বড় বাড়ি, বিলাসবহুল বাড়ি বা প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। 
READ MORE:  Fixed Deposit Interest Rates: আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল Axis Bank | Axis Bank revised Fixed Deposit Interest Rates

রেশন যাচাই কীভাবে করা হবে?

কেন্দ্র সরকারের আয়কর বিভাগ এবং খাদ্য দপ্তর তথ্য বিশ্লেষণ করে রেশন কার্ড যাচাই করবে। ইতিমধ্যেই সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্যান কার্ডের মাধ্যমে কার আয় কত, তা সহজে জানা যাবে। এছাড়া আয়কার বিভাগ সরকারকে তথ্য দিয়ে দেবে যে, কারা কর দেন এবং তাদের বার্ষিক আয় কত।

এতে কী পরিবর্তন আসতে পারে?

কেন্দ্র সরকার রেশন প্রকল্পে বছরে ২ লক্ষ ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করে। এই বিপুল পরিমাণে অর্থ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ কমালে বাজারে পণ্যের প্রাপ্যতা আরো বেড়ে যাবে এবং বহু মানুষ সরকারের রেশন সুবিধা থেকে বাদ পড়বেন। 

READ MORE:  Mutual Fund: ১০ হাজারকে ২০ বছরে ২ কোটি বানিয়েছে এই মিউচুয়াল ফান্ড | This Mutual Fund Turned 10,000 Into 2 Crores In 20 Years

কেন্দ্র এবং রাজ্যের সংঘাত

এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্য সরকার এই বিষয়ে এখনও কেন্দ্রের সঙ্গে কোন রকম আলোচনা করেনি। কিন্তু রাজ্য দাবী করতে পারে যে, এই যাচাই প্রক্রিয়া ভুল হলে প্রকৃত দরিদ্ররা রেশন কার্ড হারাতে পারেন। ফলে রাজনৈতিক এবং সামাজিক স্তরে বড়সড় প্রভাব পড়বে। 

আপনার রেশন কার্ড বাতিল হবে কিনা কীভাবে জানবেন?

আপনার রেশন কার্ড বাতিল হবে কিনা তা জানতে সরকারি ওয়েবসাইটে লগইন করুন এবং রেশন কার্ডের সমস্ত তথ্য যাচাই করুন। আয়কর রিটার্ন ফাইল করা থাকলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। এছাড়া অফিসে গিয়ে তথ্য জানতে পারেন এবং রেশন কার্ডের বর্তমান অবস্থা জেনে নিতে পারেন।

Scroll to Top