রেশন কার্ড নিয়ে নয়া নির্দেশিকা সরকারের
শ্বেতা মিত্র, কলকাতাঃ রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর। এবার কোটি কোটি মানুষকে স্বস্তি দিল রাজ্য সরকার। বাড়িয়ে দেওয়া হল ডেডলাইন। খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা তিন মাস বাড়িয়েছে। এখন রেশন কার্ডধারীরা ৩০ জুন, ২০২৫ পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আগে আধার সংযুক্তির শেষ তারিখ ছিল ৩১ মার্চ।
প্রকৃতপক্ষে, ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে, কেন্দ্রীয় সরকার ৩১শে মার্চ, ২০২৫ পর্যন্ত লক্ষ্যযুক্ত গণবিতরণ ব্যবস্থার রেশন কার্ডে উল্লিখিত প্রতিটি সদস্যের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করেছিল, কিন্তু এখন বিহার সরকারের খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আধার সিডিংয়ের সময়কাল ৩ মাস বাড়ানোর কথা জানিয়েছে।
খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ এই বিষয়ে তথ্য জারি করেছে এবং সমস্ত রেশন কার্ডধারীদের ৩০ জুন, ২০২৫ সালের মধ্যে তাদের রেশন কার্ডে উল্লিখিত প্রতিটি সদস্যের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করার জন্য অনুরোধ করেছে। এর জন্য, প্রতিটি সদস্য যেকোনো টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বিক্রেতার দোকানে রক্ষণাবেক্ষণ করা EPOS মেশিনের মাধ্যমে বিনামূল্যে আধার সিডিং (eKYC) করতে পারবেন।
যদি ৩০ জুনের মধ্যে রেশন কার্ডে উল্লেখিত কোনও সদস্যের আধার সংযুক্তিকরণ করা না হয়, তাহলে ১ জুলাই, ২০২৫ থেকে রেশন কার্ড থেকে এই জাতীয় সমস্ত সদস্যের নাম মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে এবং এই জাতীয় সদস্যদের বিরুদ্ধে খাদ্যশস্যের সুবিধা সুবিধাভোগী পরিবারকে দেওয়া হবে না। অর্থাৎ আপনার হাতে এখনও অবধি ২ মাস সময় আছে। এর মধ্যে কেওয়াইসি করিয়ে নিন, নইলে খাদ্যশস্য পাওয়ার হাত থেকে বঞ্চিত হবেন।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ই এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কাটবে? দৈনিক…
Oppo গত বছর মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন এবং 5100mAh ব্যাটারি সহ Oppo K12x স্মার্টফোনটি লঞ্চ করেছিল। কোম্পানির…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখের কথায় কাজ হয়নি, তাই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাক জঙ্গি ঘাঁটি গুলিকে…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য বছরের শুরুতেই আসলো দারুণ সুখবর। রাজ্য সরকার তরফ…
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২%…
সহেলি সাঁতর, কলকাতাঃ এবার গোল্ড লোনের দিকে নজর পড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র। আরবিআই…
This website uses cookies.