রেশন কার্ড হারিয়ে গেছে? চিন্তার কিছু নেই, মাত্র ৫ মিনিটেই পান নতুন e-Ration Card
প্রতি মাসে রাজ্যের বহু মানুষ বিনামূল্যে রেশন প্রকল্পের মাধ্যমে খাদ্যশস্য পান। কিন্তু যদি আপনার রেশন কার্ড হারিয়ে যায়, তাহলে কী করবেন? রেশন কি আর পাওয়া যাবে না? চিন্তার কিছু নেই! আধুনিক প্রযুক্তির সাহায্যে মাত্র কয়েক মিনিটেই আপনি নতুন e-Ration Card তৈরি করতে পারবেন এবং আগের মতোই সহজে রেশন সংগ্রহ করতে পারবেন।
অনেকের ধারণা, রেশন কার্ড হারিয়ে গেলে থানায় জিডি (জেনারেল ডায়েরি) করতে হয়, তারপর নতুন কার্ডের জন্য আবেদন করতে হয়। এতে প্রচুর সময় লাগে এবং দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হয়। তবে এখন আর এই সমস্যায় পড়তে হবে না, কারণ e-Ration Card থাকলে আপনি সহজেই ডিজিটালভাবে রেশন সংগ্রহ করতে পারবেন।
e-Ration Card হল রেশন কার্ডের ডিজিটাল সংস্করণ, যা অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। এটি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে রেশন কার্ড হারালেও ডিজিটাল রেশন কার্ড ব্যবহার করে সহজেই খাদ্যশস্য সংগ্রহ করা যায়।
মাত্র কয়েক মিনিটের মধ্যেই মোবাইলের মাধ্যমে e-Ration Card তৈরি করতে পারেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
Play Store থেকে ‘Mera Ration 2.0’ অ্যাপটি ডাউনলোড করুন।
অ্যাপ ইনস্টল করার পর আধার নম্বর ব্যবহার করে লগইন করুন।
আপনার মোবাইল নম্বরে আসা OTP দিয়ে ভেরিফিকেশন** সম্পন্ন করুন।
যদি আপনার রেশন কার্ডের KYC আপডেট করা থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই আপনার ডিজিটাল রেশন কার্ড পেয়ে যাবেন।
এই **e-Ration Card** ব্যবহার করে রেশন দোকান থেকে নির্ধারিত খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন।
রেশন কার্ড হারালে সহজেই পুনরুদ্ধার করা যায়।
অফিসে গিয়ে নতুন কার্ড বানানোর ঝামেলা নেই।
ডিজিটালভাবে রেশন সংগ্রহ করা যায়, ফলে সময় বাঁচে।
আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হওয়ায় এটি নিরাপদ ও স্বীকৃত।
এখন থেকে রেশন কার্ড হারিয়ে গেলেও চিন্তার কিছু নেই! মাত্র ৫ মিনিটে নিজের মোবাইল থেকেই e-Ration Card তৈরি করুন এবং স্বাচ্ছন্দ্যে রেশন সংগ্রহ করুন।
শ্বেতা মিত্র, কলকাতা: আর রক্ষে নেই, আজ শনিবার থেকেই বাংলাজুড়ে ব্যাপক তাপপ্রবাহের সতর্কতা জারি করল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
This website uses cookies.