লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা ২০০০ টাকা হচ্ছে, এখনই এভাবে আবেদন করুন
রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুয়ারে সরকার ক্যাম্প আয়োজনের পর এই প্রকল্পের প্রতি মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে। আসুন আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই।
সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য প্রায় ৩ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জমা পড়া সকল আবেদন ২৮শে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করা হবে। যাচাই করার সময় আবেদনপত্রে কোন রকম ত্রুটি পাওয়া গেলে তা বাতিল করা হবে।
যদি কেউ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে না পারেন তাহলে চিন্তার কোন কারণ নেই। লক্ষ্মীর ভান্ডারের জন্য অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে। রাজ্য সরকার অনলাইনে আবেদন গ্রহণের জন্য একটি নতুন সাইট চালু করেছে।
লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক একাউন্টে জমা হয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল একাউন্টে থাকতে হবে। জয়েন্ট একাউন্ট থাকলে এই প্রকল্পের টাকা ঢুকবে না।
রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাফল্য নিয়ে ইতিমধ্যেই স্বীকৃতি মিলেছে। সূত্রের খবর অনুযায়ী, ভবিষ্যতে এই প্রকল্পের ভাতা ২০০০ টাকা করা হতে পারে। তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়। বিশেষত যারা গৃহবধূ, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি বড় সহায়তা। তাই যারা এখনো আবেদন করেননি, তারা এখনি অনলাইনের মাধ্যমে আবেদন সেড়ে ফেলুন এবং এই প্রকল্পের সুবিধা নিন।
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
This website uses cookies.