লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

লক্ষ্মীর ভান্ডারসহ সমস্ত ভাতার টাকার বিষয়ে বড় আপডেট! জেনে নিন বিস্তারিত

Published on:

রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘লক্ষ্মীর ভান্ডার’, যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। প্রতিমাসে লক্ষাধিক উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যায়। নতুন করে বহু মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করছেন, তবে নতুন আবেদনকারীরা কবে থেকে ভাতা পাবেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী।
তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ পান, আর সাধারণ (General) ক্যাটাগরির মহিলারা** পান ১০০০।
৬০ বছর পার হলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীরা বার্ধক্য ভাতার আওতায় চলে যান।
প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়।

READ MORE:  Train Ticket: ট্রেন মিস হলে ওই টিকিটেই চাপা যাবে অন্য ট্রেনে, নিয়ম জানাল ভারতীয় রেল | If You Miss A Train, You Can Board Another Train With The Same Ticket, Indian Railways Has Announced Rules

নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন?

যারা সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে আশা করা হচ্ছে ২০২৫ সালের এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া, বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পেও যারা নতুন করে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তারা এই সুবিধা পেতে পারেন, তবে সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

READ MORE:  Indian Railways: ২০ টাকার জলের বোতল ৪০ টাকায় বিক্রি নয়, কড়া পদক্ষেপ নিল রেল

আপনার আবেদন স্ট্যাটাস চেক করুন

আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে থাকেন এবং জানতে চান আপনার অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে, তাহলে নিচের পদ্ধতিতে সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন:

অফিসিয়াল ওয়েবসাইটে যান: [socialsecurity.wb.gov.in](https://socialsecurity.wb.gov.in/)
‘Track Application Status’ অপশনটি ক্লিক করুন
অনুসন্ধানের জন্য বেছে নিন:
আবেদন আইডি
মোবাইল নম্বর
আধার কার্ড নম্বর
স্বাস্থ্য অংশীদার নম্বর
তথ্য ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন

READ MORE:  মমতার চোখে চোখ রেখে বলেছিলেন কথা, সেই IPS-কে রাজ্যের কাছ থেকে চাইল কেন্দ্র সরকার

এরপর আপনি ৯-সংখ্যার আবেদন আইডি দিয়ে আপনার আবেদনের বর্তমান অবস্থান দেখতে পারবেন।

এই নতুন আপডেটের ফলে লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য ভাতাভোগীদের জন্য অপেক্ষার অবসান ঘটতে চলেছে!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.