লক্ষ্মীর ভান্ডারসহ সমস্ত ভাতার টাকার বিষয়ে বড় আপডেট! জেনে নিন বিস্তারিত
রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘লক্ষ্মীর ভান্ডার’, যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। প্রতিমাসে লক্ষাধিক উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যায়। নতুন করে বহু মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করছেন, তবে নতুন আবেদনকারীরা কবে থেকে ভাতা পাবেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী।
তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ পান, আর সাধারণ (General) ক্যাটাগরির মহিলারা** পান ১০০০।
৬০ বছর পার হলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীরা বার্ধক্য ভাতার আওতায় চলে যান।
প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়।
যারা সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে আশা করা হচ্ছে ২০২৫ সালের এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার প্রক্রিয়া শুরু হবে।
এছাড়া, বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পেও যারা নতুন করে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তারা এই সুবিধা পেতে পারেন, তবে সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে থাকেন এবং জানতে চান আপনার অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে, তাহলে নিচের পদ্ধতিতে সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন:
অফিসিয়াল ওয়েবসাইটে যান: [socialsecurity.wb.gov.in](https://socialsecurity.wb.gov.in/)
‘Track Application Status’ অপশনটি ক্লিক করুন
অনুসন্ধানের জন্য বেছে নিন:
আবেদন আইডি
মোবাইল নম্বর
আধার কার্ড নম্বর
স্বাস্থ্য অংশীদার নম্বর
তথ্য ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন
এরপর আপনি ৯-সংখ্যার আবেদন আইডি দিয়ে আপনার আবেদনের বর্তমান অবস্থান দেখতে পারবেন।
এই নতুন আপডেটের ফলে লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য ভাতাভোগীদের জন্য অপেক্ষার অবসান ঘটতে চলেছে!
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.