লক্ষ লক্ষ মানুষ কিনছে স্প্লেন্ডার, কিন্তু তিন মাসে হিরোর এই বাইক একটাও বিক্রি হয়নি!
হিরো ক্যারিশমা (Hero Karzima) যে বিশাল পুরনো বাইক তা নয়। ২০০০ এর গোড়ায় এই মোটরবাইকটি বেশ জনপ্রিয় ছিল। তার পর বন্ধ হয়ে যায়। তবে ২০২৩ এর অগাস্টে নতুন সাজে ক্যারিশমা এক্সএমআর ২১০ (Karizma XMR 210) নামে স্পোর্টস বাইকটি লঞ্চ করা হয়। এবার আরও এক ধাপ ক্যারিশমা ২৫০ আনছে হিরো মটোকর্প। যা বাজারে এলে নাকি বন্ধ হয়ে যাবে আগের মডেল ক্যারিশমা ২১০। এই নিয়ে মোটরসাইকেলের বাজারে ছড়িয়েছে জল্পনা।
যদিও এই জল্পনাতে শিলমোহর দেয়নি হিরো মটোকর্প। তবে এটাও অস্বীকার করার জায়গা নেই যে, বাইকের বিক্রি কার্যত তলানিতে নেমেছে গত কয়েক মাসে। যে প্রত্যাশা ও ঢাকঢোল পিটিয়ে এই বাইক লঞ্চ হয়েছিল, তার মান কতটা রাখতে পেরেছে ক্যারিশমা ২১০ তা নিয়ে থাকছে প্রশ্ন। একনজরে দেখে নিন বাইকের গত কয়েক মাসের বিক্রির পরিসংখ্যান।
২০২৪ সালের মার্চ – ১৮৭৪, এপ্রিল – ৯৪৭, মে – ৬৬৩, জুন – ৪৭৬, জুলাই – ৫২৯, অগাস্ট – ২৫৮, সেপ্টেম্বর – ৪৮, অক্টোবর – ৭, নভেম্বর – ৪, ডিসেম্বর – ০, ২০২৫ সালের জানুয়ারি – ০, ফেব্রুয়ারি – ০। অর্থাৎ গত এক বছরে মাত্র ৪৮০৬ ইউনিট বিক্রি হয়েছে বাইকের। ২০২৪ সালের মার্চ মাসে হিরো তার কারখানা থেকে ১,০০০ এরও বেশি ইউনিট ক্যারিশমা ডিলারদের বিক্রি করেছিল। ২০২৪ সালের অক্টোবরে বিক্রি একধাক্কায় কমে ৭ ইউনিটে এসে পৌঁছায় এবং ২০২৪ সালের নভেম্বরে ৪ ইউনিটে নেমে আসে আর টানা ৩ মাস কোনও বিক্রিই হয়নি।
এদিকে গত বছর নভেম্বরে ইতালির বিখ্যাত মিলান মোটরসাইকেল শো-তে হিরো ক্যারিশমা ২৫০ উন্মোচন করা হয়েছিল। আবার এই বছরের জানুয়ারিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ইভেন্টে কোয়ার্টার-লিটার স্পোর্টস বাইকটি প্রদর্শন করা হয়েছিল। ক্যারিশমা ২৫০-এর বুকিং শীঘ্রই শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে ক্যারিশমা ২১০ বন্ধ হবে কিনা তা এখনও খোলসা করে জানায়নি হিরো।
জানিয়ে রাখি, ক্যারিশমার বর্তমান মডেলে ২১০ সিসি, লিকুইড-কুল্ড ইঞ্জিন রয়েছে। এটি ২৫.১৫ বিএইচপি শক্তি এবং ২০.১৪ এনএম টর্ক উৎপাদন করে। সাথে ছয় গতির গিয়ারবক্স উপলব্ধ। ডুয়েল চ্যানেল এবিএস সমেত এতে রয়েছে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। সেগমেন্টের প্রথম অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড আছে এই বাইকে। আবার ফুল ডিজিটাল কালার এলসিডি ডিসপ্লে ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন সমর্থন করে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) এক নির্দেশেই বৃহস্পতিবার চাকরিহারা হয়েছেন রাজ্যের 26 হাজার…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি একজন গেমার? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। ই-স্পোর্টস জগতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তের শুরুতেই আবহাওয়াবিদরা আশঙ্কা করেছিল যে মার্চ থেকে ব্যাপক গরম পড়বে রাজ্য…
প্রীতি পোদ্দার, কলকাতা: দেশ স্বাধীনের জন্য যেমন একাধিক বিপ্লবী নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন ঠিক তেমনই…
সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্র সরকারের এক বড়সড় আর্থিক ক্ষতির তথ্য সামনে এনেছে Comptroller and Auditor…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সি পরিষেবা। হ্যাঁ, অ্যাপ ক্যাবের যুগে এমন…
This website uses cookies.