লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

লঞ্চের আগেই ফাঁস Oppo F29 Pro ও F29 Pro+ ফোনের দাম, ফিচার্স পাবেন চমৎকার | Oppo F29 Pro F29 Pro+ Launch Date

Published on:

OPPO F29 সিরিজের উপর ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে খবর সামনে এসেছে। Oppo F সিরিজ চমৎকার ডিজাইন ও ফিচার্সের জন্য পরিচিত। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। আপকামিং এই সিরিজে দুটি মডেল ভারতে আসতে পারে। প্রথমটি OPPO F29 Pro এবং অপরটি OPPO F29 Pro+। দেশে অফিসিয়াল লঞ্চের আগেই এখন ফোন দুটির প্রচুর স্পেসিফিকেশন এবং দামের রেঞ্জ অনলাইনে ফাঁস হয়েছে।

Oppo F29 Pro দাম ও স্পেসিফিকেশন

টিপস্টার অভিষেক যাদবের দাবি, ওপ্পো এফ২৯ প্রো স্মার্টফোনের দাম ভারতে ২৫,০০০ টাকার নীচে থাকবে। এটি বেস মডেলের মূল্য হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি ও ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ফোনটিকে শক্তি সরবরাহ করবে। সিকিউরিটির জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

READ MORE:  এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

দাম, প্রসেসর, মেমরি অপশন, ব্যাটারি, চার্জিং-এর পাশাপাশি ওপ্পো এফ২৯ প্রো-র ডিসপ্লে ক্যামেরা, এবং অপারেটিং সিস্টেমের ডিটেলসও প্রকাশ্যে এসেছে। এতে ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালারওএস ১৫ কাস্টম স্কিনে রান করবে। ৫০ মেগাপিক্সেল ওআইএস + ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের হবে।

READ MORE:  Google Pixel Export India: ভারত থেকে লক্ষ লক্ষ iPhone রপ্তানি করছে Apple, Google-ও প্রস্তুত Pixel ফোন রপ্তানিতে

Oppo F29 Pro+ দাম ও স্পেসিফিকেশন

ওপ্পো এফ১৯ প্রো+ মডেলটির দাম ৩০,০০০ টাকার নীচে থাকবে বলে দাবি করেছেন অভিষেক যাদব, যা বেস মডেলের মূল্য। ফোনটি ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। এটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, কার্ভড ডিসপ্লে, ও আইপি৬৯ রেটিং অফার করবে।

READ MORE:  Vivo Y300i: 6500 এমএএইচ ব্যাটারি নিয়ে 14 মার্চ লঞ্চ হচ্ছে ভিভোর নতুন ফোন, প্রকাশ্যে এল দাম | Vivo Y300i Launch Date

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.