লঞ্চের আগেই ফাঁস Oppo F29 Pro ও F29 Pro+ ফোনের দাম, ফিচার্স পাবেন চমৎকার | Oppo F29 Pro F29 Pro+ Launch Date
OPPO F29 সিরিজের উপর ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে খবর সামনে এসেছে। Oppo F সিরিজ চমৎকার ডিজাইন ও ফিচার্সের জন্য পরিচিত। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। আপকামিং এই সিরিজে দুটি মডেল ভারতে আসতে পারে। প্রথমটি OPPO F29 Pro এবং অপরটি OPPO F29 Pro+। দেশে অফিসিয়াল লঞ্চের আগেই এখন ফোন দুটির প্রচুর স্পেসিফিকেশন এবং দামের রেঞ্জ অনলাইনে ফাঁস হয়েছে।
টিপস্টার অভিষেক যাদবের দাবি, ওপ্পো এফ২৯ প্রো স্মার্টফোনের দাম ভারতে ২৫,০০০ টাকার নীচে থাকবে। এটি বেস মডেলের মূল্য হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ও ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ফোনটিকে শক্তি সরবরাহ করবে। সিকিউরিটির জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
দাম, প্রসেসর, মেমরি অপশন, ব্যাটারি, চার্জিং-এর পাশাপাশি ওপ্পো এফ২৯ প্রো-র ডিসপ্লে ক্যামেরা, এবং অপারেটিং সিস্টেমের ডিটেলসও প্রকাশ্যে এসেছে। এতে ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালারওএস ১৫ কাস্টম স্কিনে রান করবে। ৫০ মেগাপিক্সেল ওআইএস + ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের হবে।
ওপ্পো এফ১৯ প্রো+ মডেলটির দাম ৩০,০০০ টাকার নীচে থাকবে বলে দাবি করেছেন অভিষেক যাদব, যা বেস মডেলের মূল্য। ফোনটি ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। এটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, কার্ভড ডিসপ্লে, ও আইপি৬৯ রেটিং অফার করবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
This website uses cookies.