লঞ্চের পর প্রথমবার কেনার সুযোগ iPhone 16e, নো কস্ট ইএমআই সহ রয়েছে লোভনীয় অফার

অ্যাপল গত ১৯ জানুয়ারি বহুল প্রতীক্ষিত iPhone 16e লঞ্চ করেছে। আর আজ থেকে ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে। তাই আপনি যদি এটি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে সুবর্ণ সুযোগ আপনার সামনে। অ্যাপলের এই নতুন আইফোন মডেলে বড় ৬.১-ইঞ্চি ওএলইডি স্ক্রিন এবং শক্তিশালী এ১৮ চিপ আছে। আবার iPhone 16e স্মার্টফোনে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করে এবং এতে অ্যাকশন বাটনও দেওয়া হয়েছে।

READ MORE:  Samsung Galaxy A55 5G Discount: ২০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Samsung Galaxy A55 5G স্মার্টফোন | Samsung Galaxy A55 5G Price Cut

ডিভাইসটি ৪৮ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা সহ এসেছে। এতে ২৬ ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে অ্যাপল দাবি করেছে। এছাড়া ফোনে ওয়্যার্ড চার্জিং সহ ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ভারতে এর দাম শুরু হয়েছে ৬০ হাজার টাকা থেকে।

iPhone 16e এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ও প্রি-অর্ডার

অ্যাপল ইন্ডিয়ার অফিসিয়াল সাইট অনুসারে, ভারতে আইফোন ১৬ই এর ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৫৯,৯০০ টাকা। আবার ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা এবং ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৮৯,৯০০ টাকা।

READ MORE:  Blinkit starts Delivery iPhone MacBook: ১০ মিনিটেই আইফোন, আইপ্যাড সহ সমস্ত Apple প্রোডাক্টের ডেলিভারি, নয়া পরিষেবা ব্লিঙ্কিটের | Blinkit Deliver Apple Product 10 minutes Select Cities

আইফোন ১৬ই মডেলের প্রি-অর্ডার শুরু হবে আজ ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ফোনটির বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। অ্যাপলের সাইটে দেওয়া তথ্য অনুসারে, ক্রেতারা ২৪৯৬ টাকা নো-কস্ট ইএমআই দিয়েও এটি কিনতে পারবেন।

এছাড়া আপনার যদি এক্সচেঞ্জ করার জন্য একটি পুরানো ফোন থাকে তবে আপনি ট্রেড-ইন অফারের মাধ্যমে ডিসকাউন্ট পেতে পারেন। ট্রেড ইন অফারে ৫,০০০ টাকা থেকে ৬৭,৫০০ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে ট্রেড-ইন ভ্যালু নির্ভর করবে পুরনো ফোনের কন্ডিশন, মডেল ও ব্র্যান্ডের ওপর।

READ MORE:  Realme 14 5G: কম দামে ক্রেতাদের খুশি করবে Realme 14 5G, লঞ্চের আগেই প্রচুর তথ্য ফাঁস হয়ে গেল | Realme 14 5G Launch Date

Scroll to Top