লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

লঞ্চের ১০ দিনের মধ্যেই ওলার ইলেকট্রিকের নতুন স্কুটারের দাম ১৫ হাজার টাকা বাড়ল

Published on:

Ola Electric তাদের নতুন S1 Pro Gen 3 স্কুটারের দাম বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল। অবাক করার মতো বিষয় হল, লঞ্চের ১০ দিনের মধ্যেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই বৃহত্তম ব্যাটারি চালিত দু’চাকা গাড়ি প্রস্তুতকারী সংস্থা। Ola S1 Pro Gen 3 মডেলটি দুই ব্যাটারি অপশনে উপলব্ধ। প্রথমটি ৩ কিলোওয়াট আওয়ার ও অন্যটি ৪ কিলোওয়াট আওয়ার।

READ MORE:  2025 KTM 390 Adventure: 30 জানুয়ারি দেশে নতুন বাইক লঞ্চ করছে KTM, থাকবে শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচার্স | 2025 KTM 390 Adventure S Launch

উপরের দুই ট্রিমের প্রাথমিক মূল্য ছিল যথাক্রমে ১.১৫ লক্ষ টাকা এবং ১.৩৫ লক্ষ টাকা। ১৫,০০০ টাকা দাম বাড়ার পর, এখন বেস মডেলটি কিনতে খরচ হবে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবং ১০,০০০ টাকা দাম বাড়ার ফলে ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টের নতুন মূল্য হয়েছে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Ola S1 Pro Gen 3 স্কুটারের ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার — দুই ব্যাটারি মডেলেই ১১ কিলোওয়াট মোটর বর্তমান। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১১৭ কিলোমিটার। আইডিয়াল রেঞ্জ যথাক্রমে ২৪২ কিলোমিটার (৪) এবং ১৭৬ কিলোমিটার (৩)। ২.৭ সেকেন্ডে প্রতি ঘন্টায় ০-৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এটি।

READ MORE:  Revolt RV BlazeX Launched: ফুল চার্জে ১৫০ কিমি মাইলেজ, অসাধারণ ইলেকট্রিক বাইক লঞ্চ করল ভারতীয় সংস্থা | Revolt RV BlazeX Price

এই ইলেকট্রিক স্কুচারে সিঙ্গেল চ্যানেল এবিএস ও চারটি রাইডিং মোড রয়েছে। ৩ বছর/৪০ হাজার কিলোমিটার স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকছে। আবার ১৪,৯৯৯ টাকা অতিরিক্ত খরচে ওয়ারেন্টি ৮ বছর অথবা ১,২৫,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। Ola S1 Pro পোর্সেলিন হোয়াইট, ইন্ডাস্ট্রিয়াল সিলভার, স্টেলার ব্লু, জেট ব্ল্যাক এবং মিডনাইট ব্লু কালার অপশনে পাওয়া যাচ্ছে।

READ MORE:  ফুল চার্জে যাবে 501 কিমি! বাজার কাঁপিয়ে লঞ্চ হল Ola Roadster X Plus ইলেকট্রিক বাইক

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.