লঞ্চের ১০ দিনের মধ্যেই ওলার ইলেকট্রিকের নতুন স্কুটারের দাম ১৫ হাজার টাকা বাড়ল
Ola Electric তাদের নতুন S1 Pro Gen 3 স্কুটারের দাম বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল। অবাক করার মতো বিষয় হল, লঞ্চের ১০ দিনের মধ্যেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই বৃহত্তম ব্যাটারি চালিত দু’চাকা গাড়ি প্রস্তুতকারী সংস্থা। Ola S1 Pro Gen 3 মডেলটি দুই ব্যাটারি অপশনে উপলব্ধ। প্রথমটি ৩ কিলোওয়াট আওয়ার ও অন্যটি ৪ কিলোওয়াট আওয়ার।
উপরের দুই ট্রিমের প্রাথমিক মূল্য ছিল যথাক্রমে ১.১৫ লক্ষ টাকা এবং ১.৩৫ লক্ষ টাকা। ১৫,০০০ টাকা দাম বাড়ার পর, এখন বেস মডেলটি কিনতে খরচ হবে ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এবং ১০,০০০ টাকা দাম বাড়ার ফলে ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টের নতুন মূল্য হয়েছে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Ola S1 Pro Gen 3 স্কুটারের ৩ ও ৪ কিলোওয়াট আওয়ার — দুই ব্যাটারি মডেলেই ১১ কিলোওয়াট মোটর বর্তমান। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১১৭ কিলোমিটার। আইডিয়াল রেঞ্জ যথাক্রমে ২৪২ কিলোমিটার (৪) এবং ১৭৬ কিলোমিটার (৩)। ২.৭ সেকেন্ডে প্রতি ঘন্টায় ০-৪০ কিলোমিটার গতি তুলতে সক্ষম এটি।
এই ইলেকট্রিক স্কুচারে সিঙ্গেল চ্যানেল এবিএস ও চারটি রাইডিং মোড রয়েছে। ৩ বছর/৪০ হাজার কিলোমিটার স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকছে। আবার ১৪,৯৯৯ টাকা অতিরিক্ত খরচে ওয়ারেন্টি ৮ বছর অথবা ১,২৫,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। Ola S1 Pro পোর্সেলিন হোয়াইট, ইন্ডাস্ট্রিয়াল সিলভার, স্টেলার ব্লু, জেট ব্ল্যাক এবং মিডনাইট ব্লু কালার অপশনে পাওয়া যাচ্ছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রতি নিত্য যাত্রীদের ভরসা…
রিলায়েন্স জিও সম্প্রতি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র ৮৯৫-তে…
This website uses cookies.