বিক্রম ব্যানার্জী, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে 3 সন্ত্রাসীর প্রাণ নিল ভারতীয় সেনাবাহিনী। হ্যাঁ, সম্প্রতি ভারতীয় সেনার মেজর জেনারেল সমীর শ্রীবাস্তব জানান, জম্মু ও কাশ্মীরের আখনুর অঞ্চলে সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে আমরা যে অভিযান (Indian Defence) চালিয়েছিলাম তাতে, মানবহীন ড্রোন, সামরিক হাতিয়ার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ভারতীয় সেনাবাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ…
পুরনো কাসুন্দি ঘাটলে জানা যাবে, আজ থেকে বেশ কয়েক বছর আগে 2019 সালে হরিয়ানার হিসার মিলিটারি স্টেশনে ‘সপ্ত শক্তি’ কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিনার আয়োজন করা হয়েছিল। আর সেই সেমিনারে বক্তব্য রাখতে গিয়েই, ভারতীয় সেনার উচ্চ পদস্থ কর্তারা জানান, আগামী 3 বছরের মধ্যে ভারতীয় সেনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ করবে।
আগামী বছর গুলির মধ্যেই সেনাবাহিনীর সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করে শত্রু পক্ষকে শায়েস্তা করবে। বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, 2019 সালের প্রতিশ্রুতি রেখেছে ভারতীয় সেনা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই লাদাখে চিনের LAC সীমান্তে ও কাশ্মীরের সাথে পাকিস্তানের সীমারেখা অর্থাৎ LOC-তে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিভিন্ন ড্রোন, সামরিক বিমান ও রোবোটিক কুকুরগুলি পর্যবেক্ষণ শুরু করেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ভারতের এই প্রতিরক্ষা প্রাচীর শত্রুদের ভয়ের কারণ হয়ে উঠবে
শত্রুদের শায়েস্তা করতে তৈরি ভারত! কীভাবে দেশের আকাশ শক্তি থেকে শুরু করে স্থলভাগের প্রতিরক্ষা উন্নত করা যায় সে জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, ভারতীয় সেনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আগামী দিনে স্বদেশী প্রতিরক্ষাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে।
জানা যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তিযুক্ত মানববিহীন ট্যাঙ্ক, সামরিক ড্রোন, যুদ্ধবিমান থেকে শুরু করে AI চালিত রোবটিক অস্ত্র গুলি একবার ভারতীয় সেনার হাতে চলে এলে শত্রুদের ক্ষমতার তোয়াক্কা করতে হবে না জওয়ানদের। ওয়াকিবহাল মহল বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে সামরিক অস্ত্র ভান্ডার সাজানোর পাশাপাশি AI-র হাত ধরে ডেটা বিশ্লেষণ থেকে শুরু করে শত্রু পক্ষের ওপর নজরদারি সব ক্ষেত্রেই বিরাট চমক দেখাবে ভারত।
কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে AI?
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, কমান্ড ও নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য, শত্রুদের ওপর নজরদারি, তথ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা, তথ্য যুদ্ধ, সাইবার যুদ্ধ, প্রশিক্ষণ ও সিমুলেশন, স্বায়ত্তশাসিত ব্যবস্থা এবং প্রাণঘাতী স্বায়ত্তশাসিত অস্ত্রের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করার প্রস্তুতি চলছে। খোঁজ নিয়ে জানা গেল, সামরিক ক্ষেত্রে সার্বিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার পাশাপাশি সন্ত্রাসী কার্যকলাপ দমনে ও শত্রুদের দাঁতভাঙ্গা জবাব দিতে ব্যবহার করা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে।
সীমান্তে 100টিরও বেশি রোবটিক কুকুর ব্যবহার করছে ভারতীয় সেনা
ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র মারফত খবর, চিন ও পাকিস্তানের মতো দেশগুলির পাহাড়ি সীমান্ত অঞ্চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত প্রায় 100টিরও বেশি রোবোটিক কুকুর ব্যবহার করা হচ্ছে।
জানা যাচ্ছে, সীমান্তে সেনাদের ওপর বিশেষ নজরদারি, গোয়েন্দা তথ্য, শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ, ড্রোন ও যুদ্ধবিমানের ওপর নজরদারি সহ বোমা নিষ্ক্রিয়করণের মতো কাজের জন্য বিভিন্ন পাহাড়ি সীমান্ত অঞ্চলে রোবটিক কুকুর ব্যবহার করছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ভারতের তরফে এই রোবটিক কুকুর গুলির নাম দেওয়া হয়েছে ‘MULE’।
অবশ্যই পড়ুন: আট গুণ বেশি ভাড়া, যাত্রী অভাবে বন্ধ হল শিয়ালদার ফার্স্ট ক্লাস ট্রেন! প্রশ্ন AC লোকাল নিয়ে
এই দেশ গুলির প্রতিরক্ষার কাজে ব্যবহার হয় AI
সাইন্স বিজনেস ডট নেটের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাশিয়া, চিন, দক্ষিণ কোরিয়া, ইজরায়েল, ন্যাটোর সদস্য দেশ সহ আরও 25টি শক্তিধর দেশে প্রতিরক্ষার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে থাকেন সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে সেই তালিকায় নাম জুড়ল ভারতেরও।