ল্যাপটপের মতো বিশাল ডিসপ্লে এবার ট্যাবে, বাজার কাঁপাতে আসছে Vivo Pad 4 Pro

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জগতে ইতিমধ্যেই ঝড় তুলেছে Vivo X200 সিরিজ। এবার প্রিমিয়াম ট্যাবলেটের বাজার কাঁপাতে তোড়জোড় শুরু করেছে ভিভো। জানা গিয়েছে যে Vivo Pad 4 Pro লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এটি গত বছর মুক্তি পাওয়া Vivo Pad 3 Pro এর উত্তরসূরী হিসেবে আসবে। ট্যাবলেটটি চীনের 3C সার্টিফিকেশন সাইটে হাজির হয়ে জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা যাচ্ছে।

READ MORE:  স্যামসাং গ্যালাক্সি এস২৫ নাকি ভিভো এক্স২০০ ফোন সেরা

Vivo Pad 4 Pro লঞ্চ হতে বেশি দেরি নেই

গিজমোচিনার প্রতিবেদনে প্রকাশিত একটি স্ক্রিনশট থেকে জানা গিয়েছে যে PD2573 মডেল নম্বর সহ ভিভোর একটি ট্যাবলেট 3C সার্টিফিকেশন পেয়েছে। এটি ডিভাইসটির সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। প্রথমত, এতে ১২.৯৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকবে এবং এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জারের সাথে আসতে পারে।

মার্কেটিং নাম উল্লেখ না থাকলেও, ডিসপ্লের আকার, প্রসেসর, ও ফাস্ট চার্জিং ক্যাপাসিটি ইঙ্গিত দিচ্ছে যে, এটি যে Vivo Pad 4 Pro। প্রসঙ্গত, সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এতে পাওয়ারফুল MediaTek Dimensity 9400 প্রসেসর থাকবে। মনে করিয়ে দিই, গত বছরের Vivo Pad 3 Pro ট্যাবলেটে ১৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, Dimensity 9300 চিপসেট, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং, ও ১১,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

READ MORE:  Kodak Smart TV: অবিশ্বাস্য অফার! ৭০০০ টাকার কমে বড় স্ক্রিনের Smart TV, এমন সুযোগ হারাবেন না | Kodak Smart TV Discount Offer

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, Pad 5 Pro ট্যাবের ডিসপ্লেটি হবে এলসিডি প্যানেল। এটি ৩.১K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। তাঁর আরও দাবি, ডিভাইসটিতে ১২,০০০ এমএএইচ (রেটেড ভ্যালু ১১,৭৯০ এমএএইচ) ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। কোম্পানির টপ ফ্ল্যাগশিপ Vivo X200 Ultra এপ্রিল মাসে চীনে লঞ্চ হওয়ার সম্ভাবনা। Vivo Pad 4 Pro মডেলটিও একই ইভেন্টে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে।

READ MORE:  Apple MacBook Air 2025 Launched: M4 চিপ সহ MacBook Air (2025) ল্যাপটপ লঞ্চ করল Apple, দাম কত দেখে নিন | Apple MacBook Air 2025 Price in India

Scroll to Top